কেন আচমকাই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বনি কাপুরের বড় মেয়েকে? প্রকাশ্যে এল কারণ
এক সংবাদমাধ্যমকে বনি কাপুর জানান, রুটিন চেকআপের জন্যই ভর্তি করতে হয়েছিল অংশুলাকে। তিনি আরও জানান, আপাতত তাঁর মেয়ে একেবারেই সুস্থ, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
হাসপাতালে ভর্তি ছিলেন বণি কাপুরের প্রথম পক্ষের মেয়ে অংশুলা কাপুর। বেশ কিছু দিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দিন কাটিয়ে আপতত বাড়ি ফিরে গিয়েছেন তিনি। ঘটনাটি হয়তো পাপারাৎজির চোখ এড়িয়েই যেত যদি না ওই একই হাসপাতালে ভর্তি থাকতেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার।
দিদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বনি কাপুরের দ্বিতীয় পক্ষের মেয়ে জাহ্নবী কাপুর। সেখান থেকেই ঘটনাটি নজরে পড়ে পাপারাৎজির। প্রশ্ন হল, ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অংশুলাকে? এ ব্যাপারে মুখ খুলেছেন বাবা বনি কাপুর নিজেই।
View this post on Instagram
এক সংবাদমাধ্যমকে বনি কাপুর জানান, রুটিন চেকআপের জন্যই ভর্তি করতে হয়েছিল অংশুলাকে। তিনি আরও জানান, আপাতত তাঁর মেয়ে একেবারেই সুস্থ, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। যদিও হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপের সমস্যার জন্যই ভর্তি করতে হয়েছিল অংশুলাকে।
আরও পড়ুন-‘মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে, এত ব্যথা…’
করোনা পরিস্থিতিতে অর্জুনের সঙ্গে যৌথ ভাবে অনলাইন সেলিব্রিটি ফান্ডরেজিং প্ল্যাটফর্ম ‘ফ্যানকাইন্ড’-এর কাজ শুরু করেন অংশুলা। প্রায় এক কোটি টাকা ত্রাণ জোগাড় করেছিলেন তাঁরা। দেশ জুড়ে ৩০ হাজার পরিবারকে সেই অর্থ সাহায্য করা হয়। একই সঙ্গে এই দুঃসময়ে মানসিক স্বাস্থ্য ভাল রাখার প্রতিও দেখভালের বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দিয়েছিলেন অংশুলা।