Bollywood Drug Protest: ৯০-এর দশকে মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলিউডের কোন কোন তারকা, মনে করালেন সুভাষ ঘাই

তখনও তারকাদের তালিকায় ছিলেন না শাহরুখ খান কিংবা সঞ্জয় দত্ত।

Bollywood Drug Protest: ৯০-এর দশকে মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলিউডের কোন কোন তারকা, মনে করালেন সুভাষ ঘাই
সুভাষ ঘাই
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2021 | 1:40 PM

সম্প্রতি শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান গ্রেফতার হয়েছেন মাদক কাণ্ডে। এসব দেখে ফেলে আসা সময়কে মনে করলেন পরিচালক সুভাষ ঘাই। একসময় বলিউডের অভিনেতারা শপথ নিয়েছিলেন, যে তাঁরা মাদক ছুঁয়েও দেখবেন না।

একটি থ্রো ব্যাক ছবি শেয়ার করেছেন সুভাষ। ছবিটি বেশ উল্লেখযোগ্য। কে নেই সেই ফ্রেমে – অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, আমির খান, জ্যাকি শ্রফ, শাবানা আজ়মি, ডিম্পল কাপাডিয়া, পদ্মিনী কোলহাপুরি, মিঠুন চক্রবর্তী, সঙ্গীতা বিজলানি ও আরও অনেকে।

অভিনেতাদের প্রতিবাদ

যদিও সেই ছবিতে কোথাও শাহরুখ খানকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না সঞ্জয় দত্তকেও। সঞ্জয় একসময় নিজেই স্বীকার করেছিলেন তিনি মাদকের নেশায় ডুবে গিয়েছিলেন। তাঁর বায়োপিক ‘সঞ্জু’তেও দেখানো হয়েছে সেই ঘটনাই।

সুভাষ ঘাই লিখেছেন, “১৯৯০ সালে বহু তারকা ড্রাগের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। দেশের তামাম মিডিয়া সেই খবর দেখিয়েছিলেন সেসময়। মিঠুন চক্রবর্তী, বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, আমির খান, ডিম্পল কাপাডিয়া, শাবানা আজ়মি আরও অনেকেই ছিলেন ভিআইপিদের মধ্যে। আমি নিজেই সেই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা এখনও মাদকের বিরুদ্ধেই প্রতিবাদ করে চলেছি।”

হিন্দি সিনেমা জগতের অন্যতম পরিচালক সুভাষ ঘাই। ৮০ ও ৯০-এর দশকে বেশ কিছু উল্লেখযোগ্য হিট দিয়েছিলেন তিনি। সেই ছবিগুলির নাম ‘কার্জ’, ‘পরদেশ’, ‘খলনায়ক’, ‘তাল’। শাহরুখ খান, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর বহু তারকাই শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু কেউ কেউ সমালোচনাও করছেন মাদক সেবনের। তাঁদের মধ্যে সুভাষ ঘাই একজন।

এদিকে বৃহস্পতিবার জামিন পাননি আরিয়ান। এনসিবি হেফাজতে নয় আরিয়ান- সহ সাত অভিযুক্তকে পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। এ দিন সব পক্ষের সওয়াল জবাবের পর এমনটাই রায় দিয়েছেন প্রধান বিচারক। তিনি বলেছেন, “সুনির্দিষ্ট কারণ ছাড়া এনসিবির অভিযুক্তদের নিজেদের রিম্যান্ডে রাখা আদপে স্বাধীনতা লঙ্ঘনের উপযুক্ত ভিত্তি।” ইতিমধ্যেই আরিয়ানের হয়ে তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন।

আরও পড়ুন: Yohani-Jacqueline: ভারতে ইয়োহানি, নিজের দেশের মানুষ দেখে কী করলেন জ্যাকলিন?

আরও পড়ুন: Timir Biswas: পুজোর আগে এককভাবে মুক্তি পাচ্ছে তিমিরের রবীন্দ্রসঙ্গীত

আরও পড়ুন“বাঙালি কিশোর কুমারের জন্মদিন পালন করে, অথচ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নয়, হয়তো জানেই না দু’জনেরই জন্মদিন ৪ঠা অগস্ট”