“বাঙালি কিশোর কুমারের জন্মদিন পালন করে, অথচ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নয়, হয়তো জানেই না দু’জনেরই জন্মদিন ৪ঠা অগস্ট”

"এখন আর রেডিয়োটা নেই। কিন্তু মহিষারসুরমর্দিনী শোনার টানটা একইরকম রয়ে গিয়েছে। আগের রাত থেকে বেশ একটা উত্তেজনা হয়। এত বছর ধরে এত বার শুনেছি, প্রায় অনেক সিক্যুয়েন্সই ঠোঁটস্থ, তবু প্রত্যেকবার নতুন লাগে।"

বাঙালি কিশোর কুমারের জন্মদিন পালন করে, অথচ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নয়, হয়তো জানেই না দু’জনেরই জন্মদিন ৪ঠা অগস্ট
"মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী আর রেডিয়ো। এই রেডিয়ো কিন্তু ঠিক রাখতেই হবে।"
Follow Us:
| Updated on: Oct 06, 2021 | 11:29 AM

সেই কোন ছোট্টবেলায় ঠাকুর্দার সঙ্গে বসে প্রথমবার মহিষাসুরমর্দিনী শুনেছিলেন তিনি। তখন বয়স কত হবে, নয় অথবা দশ। তারপর থেকে মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনী শোনা প্রায় ‘মিস’ হয়ইনি তাঁর। ছেলেবেলায় যা-ও বা ভুল হওয়ার সুযোগ ছিল, এখন সেই ফুরসতই নেই। দীর্ঘ ২৭ বছর ধরে রেডিয়ো তাঁর জীবনের ‘পার্ট অ্যান্ড পার্সেল’। এমএম স্টেশনের ওপারে তাঁর কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ বাঙালি জনজীবন। আর তিনি মুগ্ধ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে। তিনি মীর আফসার আলি, যাঁর প্রাথমিক পরিচয়: আরজে। তারপর অ্যাঙ্কর, টেলিভিশন শো-হোস্ট, সোশ্যাল মিডিয়া ইন্ফ্লুয়েন্সার এবং ডিজিটাল ক্রিয়েটর। ছোটবেলায় মহালয়ার দিনগুলো মীরের জীবনে ঠিক কেমন ছিল? এখনও কীভাবে উদযাপন করেন মহালয়া? মীরের বেড়ে ওঠা থেকে আজকের জীবনে কীভাবে জড়িয়ে রয়েছে মহিষাসুরমর্দিনী?… স্মৃতির রাস্তায় হাঁটলেন মীর, শোনালেন তাঁর ছোটবেলার গল্প।

নিয়ম করে প্রতি বছর মহিষাসুরমর্দিনী শোনেন?

শুধু নিয়ম করে শুনি তাই-ই নয়, বাড়ির সকলে একসঙ্গে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডিয়োও মহিষাসুরমর্দিনী শোনা হয়। এই অভ্যাস ঠাকুর্দার আমলে তৈরি হয়েছিল। নয়-দশ বছর বয়সে ঠাকুর্দার সঙ্গেই মহিষাসুরমর্দিনী শোনা শুরু হয়েছিল। অভ্যাসটা আজও একই আছে। আর এখন তো রেডিয়ো জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই কোনওভাবেই মিস করি না।

মধ্যবিত্ত বাঙালি বাড়িতে এখন বড় রেডিয়ো ঝাড়ামোছা চলছে, দোকান থেকে ব্যাটারিও এসেছে। মীরের জীবনে মহালয়া স্পেশ্যাল আয়োজন কিছু হচ্ছে বা হয়?

এখন ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছাড়া আর বিশেষ কোনও প্রস্তুতি থাকে না। তবে আমার বাড়িতেও একটা বড় রেডিয়ো ছিল, নীল রঙের। তার আবার একটা সাদা লেসের ঢাকনাও ছিল। মহালয়ার আগে যে শুধু রেডিয়ো ঝাড়ামোছা হতো তা-ই নয়, ওই লেসের ঢাকনারও যত্নআত্তি হতো। তবে এখন আর রেডিয়োটা নেই। কিন্তু মহিষারসুরমর্দিনী শোনার টানটা একইরকম রয়ে গিয়েছে। আগের রাত থেকে বেশ একটা উত্তেজনা হয়। এত বছর ধরে এত বার শুনেছি, প্রায় অনেক সিক্যুয়েন্সই ঠোঁটস্থ, তবু প্রত্যেকবার নতুন লাগে।

মহালয়া কীসে মানে কোন মাধ্যমে শোনেন?

পুরনো বড় রেডিয়ো নেই। তবে এখন আধুনিক রেডিয়ো হয়েছে, যেগুলো বৈদ্যুতিন। সেখানেই শুনি। মোবাইলে শুনে মজা পাই না। সামনে একটা রেডিয়ো সেট থাকতেই হবে।

রেডিয়োর হেভিওয়েট নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তাঁর কণ্ঠে চণ্ডীপাঠ… আপনার জীবনে ঠিক কতটা গুরুত্ব সেটার?

২৭ বছর ধরে রেডিয়ো করছি। এই দীর্ঘ সময়ে বহুবার রেডিয়ো জকি হিসেবে মহিষারসুরমর্দিনী শোনা হয়েছে। নেপথ্যে যে কাহিনীগুলো রয়েছে, সেগুলো লোকমুখে শুনেছি, বইয়ে পড়েছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সত্যি সত্যিই বাঙালি জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই নন, বাণী কুমার এবং পঙ্কজ মল্লিক, মানে এই ট্রায়ো… তাঁদের কীর্তি অবিস্মরণীয়, রেডিয়ো জগতে ওঁদের কন্ট্রিবিউশন, আনম্যাচড। আর কেউ করে উঠতে পারবেন না।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ওই চণ্ডীপাঠটা যখন শুনি মনে হয় ঘরের মধ্যে অজস্র ধূপ জ্বলে উঠেছে। এক অদ্ভুত সুন্দর গন্ধ। সকালবেলায় এই যে পরিবেশটা তৈরি হয়, আমি কল্পনার ভাষায় এটা বহুবার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি। ভোরবেলায় তখন পাখিদেরও বোধহয় ঠিক করে ঘুম ভাঙেনি। এ দিকে, গমগম করছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। পাড়ার প্রায় সব বাড়ি থেকে ভেসে আসছে একটাই সুর। গোটা পাড়া মুখরিত। এ এক অদ্ভুত মুগ্ধতা।

সবচেয়ে মজার হল ওঁর জন্মদিন কখনও ভুলব না। ৪ঠা অগস্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। ওই একইদিনে কিশোর কুমারেরও জন্মদিন। বাঙালি যেভাবে হইহই করে কিশোর কুমারের জন্মদিন পালন করে, বোধহয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনটাও পালন করা উচিত। কিন্তু অনেকে হয়তো তাঁর জন্মদিন কবে, সেটা জানেনই না।

রিপন স্ট্রিটের অলিগলি, ছোটবেলার মহালয়া, রেডিয়োর প্রতি অমোঘ টান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শিহরণ জাগানো কণ্ঠস্বরে, চণ্ডীপাঠ, ভোররাত থাকতে অ্যালার্ম দিয়ে উঠে পড়া… এ এক আলাদা অনুভূতি। আপনার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক কেমন? মানে মীরের ব্যক্তিজীবনে মহালয়ার প্রভাব ঠিক কতটা এবং কেমন?

আমার বেড়ে ওঠা রফি আহমেদ কিদওয়াই রোড, ওয়েলসলি রোড, রিপন স্ট্রিট অঞ্চলে… একদম কসমোপলিটান এলাকায়। যে পাড়ায় প্রথমে থাকতাম সেখানে বাঙালি বাড়িই দু’-তিনটে, একেবারে হাতেগোনা। আর তাঁরা অ-হিন্দু পরিবার। ফলে তাঁদের বাড়িতে মহিষাসুরমর্দিনী শোনার চল ছিল না। কিন্তু আমাদের বাড়িতে শোনা হত। এর জন্য আব্বা আর মায়ের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ ওঁরা মহিষাসুরমর্দিনী শুনতে খুব ভালবাসেন। সেই সময় সকাল-সকাল উঠে পড়তেন, রেডিয়ো চালাতেন। আমারও ঘুম ভেঙে যেত। ধন্যবাদ ওঁদের যে ধর্মের বেড়াজালে মহিষাসুরমর্দিনী শোনার ব্যাপারটাকে বেঁধে রাখেননি। ঠাকুর্দার পর আব্বা-মায়ের সঙ্গেই মহিষাসুরমর্দিনী শুনে বড় হয়েছি।

আসলে তখন তো রেকর্ডেড ভার্সানের সেভাবে চল ছিল না। তাই একটা গোটা বছরের অপেক্ষা। তবেই শোনা যাবে মহিষাসুরমর্দিনী। সেজন্য মিস হলে হাত কামড়াতাম। মিস অবশ্য প্রায় হয়নি বললেই চলে। অনেকে ছোটবেলায় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করতেন ‘মহিষাসুরমর্দিনী শোনো!’। এখনও অনেকে বলে ফেলেন ‘মহালয়া শুনবে তো’। আসলে মহালয়া কেউ শোনে না। মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনী শোনে। এরকম সিনট্যাক্স এরর আমাদের হয়।

আর আমার জীবনে মহিষাসুরমর্দিনী রেডিয়োর সবচেয়ে জনপ্রিয় শো। এমন একটা বেতার অনুষ্ঠান যা সব ধর্মের মানুষকে একসঙ্গে বাঁধে, ভোরবেলায় রেডিয়োর সামনে বসিয়ে দেয়। এমন নজির কিন্তু নেই।

মহালয়া বললেই কোন দু’টো শব্দ প্রথমে মাথায় আসে? এ নিয়ে কোনও বিশেষ স্মৃতি আছে?

মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী আর রেডিয়ো। এই রেডিয়ো কিন্তু ঠিক রাখতেই হবে। এই প্রসঙ্গেই একটা ঘটনা আছে। মধ্যবিত্ত বাড়িতে রেডিয়োর ব্যাটারি প্রায় শেষ হয়ে এলেও দু’-চারটে চড়-থাপ্পড় মেরে ফের সেটা চালু করার একটা প্রবণতা রয়েছে। মানে যতক্ষণ ব্যাটারি চলে আরকি। আমি ছোটবেলায় একবার রেডিয়োর ব্যাটারি পাল্টাতে ভুলে গিয়েছিলাম। সেই নিয়ে আব্বা খুব বকাবকি করেছিলেন। মহালয়ার আগের রাতে আব্বা আমায় মনে করানো সত্ত্বেও আমি ভুলে গিয়েছিলাম। বাড়িতে বাড়তি ব্যাটারি ছিল ঠিকই। কিন্তু সেটা আলমারি থেকে বের করে রেডিয়োতে লাগাতে গিয়ে মহিষাসুরমর্দিনীর খানিকটা অংশ হয়ে গিয়েছিল। এই নিয়ে আব্বার কাছে প্রচুর বকা খেয়েছিলাম সে দিন। এটা আজও মনে আছে।

সমাজের দুর্ভাগ্য যে আজকাল প্রায় সর্বত্রই… বিশেষত সোশ্যাল মিডিয়ায় একাংশ ধর্মের সুড়সুড়ি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একপ্রকার অবশ্যম্ভাবী টার্গেট। ধর্ম যার-যার, উৎসব সবার—একথা প্রবাদে থাকলেও মানেন হাতেগোনা লোক। কারণ একাংশ, বাঙালি আর বাংলার মুসলমানদের মধ্যেও তফাৎ করে, বুঝতেই শেখেনি বিষয়টা এক, তাই মীরের ধর্মনিরপেক্ষ আচরণ তাঁদের কাছে বেচাল… এ প্রসঙ্গে কী বলবেন?

আগে রিঅ্যাক্ট করে ফেলতাম। রাগ হত। ভীষণ… ভীষণ রাগ হত। এখন রিঅ্যাক্ট করি না। সোশ্যাল মিডিয়ায় আমাদের সবাইকে, বিশেষত যাঁরা পাবলিক ডোমেইনে কাজ করি, তাঁদের একটা নীতি মেনে চলতে হয়। এই সমস্ত নেগেটিভ কমেন্টকে যত পাত্তা দেব, ততই নেগেটিভিটি ছড়াবে। তাই ওটাকে পাত্তা দিই না। জানি যেটা করছি, সেটা ঠিক। এই ধর্মের নাম করে কত মানুষ কত ভণ্ডামি করে বেড়ায়…

এরকমও শুনেছি যে আমি এমন একটা দেশের নাগরিক, যেখানে মুসলমানরা মাইনরিটি। আর তাই মেজরিটিদের তোষামোদ করতেই নাকি আমি মাঝেমাঝে অন্য ধর্মের উৎসব নিয়ে মাতামাতি করি। এইসব ভিত্তিহীন কথাবার্তাও শুনেছি। এখন আর কিছুতেই কিচ্ছু যায় আসে না। যারা এতদিনে বোঝেনি, তারা কোনওদিন বুঝবে না। এটা মাথায় রেখেই এগিয়ে যাওয়া।

বাঙালিকে বাঙালিরাই সবচেয়ে বেশি হ্যাটা করে। এতে নতুন কিছু নেই। আমরা একে-অন্যকে কাঁকড়ার জাত বলি। আমরা মনে-মনে এটা বিশ্বাস করি। কাজেও করে দেখাই। একজন বাঙালি আর একজনের ভাল দেখতে পারে না। কেমন যেন অদ্ভুত ব্যবহার করে। মাঝেমধ্যে কষ্ট হয় যে, তাহলে ধর্মই সব। কাজ দিয়ে কিছুই করতে পারিনি। তারপর নিজেকে বোঝাই যে কিছু অর্বাচীন লোককে এক্সপ্ল্যানেশন দেওয়ার কোনও মানে হয় না। তাই আজকাল আর পাত্তা দিই না।

আমরা তথাকথিত ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু এই নিরপেক্ষ থাকায় অনেকেরই আপত্তি রয়েছে। অনেকেই নিরপেক্ষ থাকতে পারেন না। একটা না একটা পক্ষ বেছেই নেন। যাক গে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আগেও যেভাবে ঢাকঢোল পিটিয়ে উৎসব পালন করতাম, এবারও সেভাবেই করব। আগামী দিনেও করব।

কোভিডের জন্য এমনিতেই মানুষের জীবন থেকে ‘উৎসব’ বিষয়টা উঠে গেছে। তাই যেটুকু হাতের কাছে পাই, চেটেপুটে খাই।

আরও পড়ুন- হয়তো নিজে থেকে পুরনো অভ্যাস ফেরাতে না চাইলে কেউ নতুন করে আর চিঠি লিখবেন না: মীর আফসার আলি

গ্র্যাফিক্স ও অলংকরণ- অভীক দেবনাথ

সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh: