Nora Fatehi Controversy: প্রশংসা অতীত, একই পোজ়ে নাচ আর কতদিন, চরম কটাক্ষে নোরা
Viral News: টিজ়ার সামনে আসা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কিন্তু নোরা লুক থেকে শুরু করে নাচের ভঙ্গীতে এবারে আর ভক্তদের মন ভিজল না।
ছোট থেকেই পরিবারকে সেভাবে পাশে পায়নি নোরা ফাহেতি। প্রতিটা মুহূর্তে কড়া শাসনের মধ্যে বেড়ে উঠতে হয়েছে নোরাকে। ছিল না কোনও নাচের প্রশিক্ষণ। ছোট থেকেই কড়া শাসনে বড় হয়েছেন নোরা ফাহেতি। মেনে চলতে হয়েছে একাধিক নিয়ম। হিন্দি গান শুনে নাচের স্বভাব ছিল ছোট থেকেই। তবে অনুমতী ছিল না। লুকিয়ে লুকিয়ে মা কেবল সাপোর্ট করতেন নোরা ফাতেহিকে। তবে ডান্সার নয়, তিনি হতে চেয়েছিলেন অভিনেত্রী। বলিউডে পা রেখে বুঝেছিলেন সফরটা এতোটাও সহজ নয়। নাচের প্রস্তাব পাওয়ার পর তাই গ্রহণ করেছিলেন নোরা। বলিউডে একের পর এক ভাল কাজ উপহার দিয়ে চলেছেন তিনি। নোরার কথায় ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল প্রথম সারির অভিনেত্রী হওয়ার, সে ইচ্ছেপূরণ না হলেও নোরা বর্তমানে বিটাউন খ্যাত সেরার সেরা ডান্সারদের মধ্যে অন্যতম।
বর্তমানে বি-টাউনে সর্বাধিক চর্চিত সেলেব হলেন নোরা ফাতেহি। বলিউডের আইটেম ডান্স থেকে শুরু করে কাতার বিশ্বকাপে থিম সং তাঁর ঝুলিতে। যার ফলে প্রত্যেক দিনই তাঁকে নিয়ে কোনও না কোনও খবর শিরোনামে জায়গা করে নিচ্ছে। যাঁর নাচ একের পর এক ছবির জন্য ইউএসপি, এবার সেই সেলেবই হলেন কটাক্ষের শিকার। একই পোজ়ে আর কত দিন প্রশ্ন তুলছে নেটপাড়া।
View this post on Instagram
অক্ষয় কুমারের আগামী ছবিতে দেখা যাবে নোরা ফাতেহিকে। তারই টিজ়ার সামনে আসা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কিন্তু নোরা লুক থেকে শুরু করে নাচের ভঙ্গীতে এবারে আর ভক্তদের মন ভিজল না। স্পষ্টই নেটপাড়া মন্তব্য করে বসল, একই মুখের এক্সপ্রেশন। কোনও ইমোশন নেই নোরার লুকে। এভাবে আর কতদিন, সোজা প্রশ্ন করে বসল নেটদুনিয়া। এক সমীকরণে আর চলবে না। এবার ভেবে দেখার সময় এসেছে, নোরাকে স্পষ্ট বুঝিয়ে দিল নেটপাড়া।