Vedaant Madhavan: দেশের হয়ে রুপো পেলেন একমাত্র ছেলে, গর্বিত বাবা মাধবন

Vedaant Madhavan: নেটিজেনরা আবার বেদান্তের সাফল্যে বিঁধেছেন আরিয়ানকে। কেউ আবার 'দুঃখপ্রকাশ' করেছেন শাহরুখের জন্য।

Vedaant Madhavan: দেশের হয়ে রুপো পেলেন একমাত্র ছেলে, গর্বিত বাবা মাধবন
ছেলের সঙ্গে মাধবন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 7:54 PM

দেশের হয়ে রুপো পেলেন অভিনেতা মাধবন পুত্র বেদান্ত। গর্বিত বাবা। শুধু কি বাবা? নেটিজেনদেরও একই মত। এক বাক্যে সবাই বললেন, “সোনার টুকরো ছেলে”। Danish Open 2022- টুর্নামেন্টে দেড় হাজার মিটার ফ্রি-স্টাইল সাঁতারে মেডেল পেয়েছেন বেদান্ত। সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

মাধবন লিখেছেন, “ভগবানের আশীর্বাদে সবার শুভকামনায় বেদান্ত দেশের জন্য রুপো পেয়েছে। কোচ প্রদীপ স্যর আপনাকে অনেক ধন্যবাদ,”। তবে শুধু নিজের ছেলেকেই নয়, ওই একই বিভাগে সোনা জিতেছেন ভারতের আর এক সাঁতারু সজন প্রকাশ। মাধবন যে তাঁর জন্যও গর্বিত, সে কথাও লিখেছেন তিনি। তিনি আরও লেখেন, “নিজেকে দেখে মনে হচ্ছে ক্যান্ডির দোকানের সামনে অপেক্ষারত শিশু”।

ছেলের এই সাফল্য শেয়ারের পর সোশ্যাল মিডিয়া ভরেছে শুভেচ্ছা বার্তায়। এষা দেওল থেকে শুরু করে নম্রতা শিরোদকর শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। শিল্পা শেট্টি লিখেছেন, “অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা।” তবে নেটিজ়েনরা আবার বেদান্তের সাফল্যে বিঁধেছেন আরিয়ানকে। কেউ আবার ‘দুঃখপ্রকাশ’ করেছেন শাহরুখের জন্য। তাঁদের বক্তব্য, বেদান্ত যেখানে বাবার নাম উজ্জ্বল করেছে ঠিক সেখানে আরিয়ানের জন্য গত বছর ভোগান্তিতে পড়তে হয় এসআরকে’কে। মাদক মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। পরে যদিও জামিনে মুক্তও হন।

গত বছর ১৬ পূর্ণ করেছে বেদান্ত। ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে এক আবেগে মাখা পোস্ট করেছিলেন বাবা। যার একটাই সারমর্ম, বাবা হিসেবে তিনি ধন্য। ১৯৯৯ সালে প্রেমিকা সরিতার সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০০৫ সালে জন্ম হয় বেদান্তের। আজ পর্যন্ত তাঁদের দাম্পত্য নিয়ে কোনও গসিপ শোনা যায়নি। সুখী পরিবারের আদর্শ উদাহরণ তৈরি করে যাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন- ‘অর্ধেক ফুসফুসেই জল, শুধুই কাঁদছিলাম…’, ক্যানসারের দিনগুলি নিয়ে অকপট সঞ্জয়