Shooting Leaked: নিজের বাড়ি ছেড়ে পতৌদি প্রাসাদে রণবীর, দাড়ি-গোঁফ নেই, তাঁর সর্বক্ষণের সঙ্গী অনিল কাপুর

Ranbir Kapoor: একটা সময় তাঁর কন্যার সঙ্গে প্রেম করেছিলেন রণবীর কাপুর। তাঁর কন্যার সঙ্গেই ডেবিউ করেছিলেন সঞ্জয় লীলা ভনসালীর 'সাওয়ারিয়া' ছবিতে। অভিনেত্রীর নাম সোনম কাপুর। বাবার নাম অনিল কাপুর।

Shooting Leaked: নিজের বাড়ি ছেড়ে পতৌদি প্রাসাদে রণবীর, দাড়ি-গোঁফ নেই, তাঁর সর্বক্ষণের সঙ্গী অনিল কাপুর
পতৌদি প্রাসাদে রণবীর কাপুরের শুটিং।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 7:51 AM

একটা সময় তাঁর কন্যার সঙ্গে প্রেম করেছিলেন রণবীর কাপুর। তাঁর কন্যার সঙ্গেই ডেবিউ করেছিলেন সঞ্জয় লীলা ভনসালীর ‘সাওয়ারিয়া’ ছবিতে। অভিনেত্রীর নাম সোনম কাপুর। বাবার নাম অনিল কাপুর। সেই অনিলের সঙ্গেই এবার অভিনয় করছেন রণবীর। ছবির নাম ‘অ্যানিম্যাল’। দিদি করিনা কাপুর খানের শ্বশুরবাড়ি পতৌদি প্রাসাদে শুটিং করছেন তাঁরা ও ‘অ্যানিম্যাল’-এর গোটা টিম। ছবি একটি স্টিল লিক করেছে নেট মাধ্যমে। পাওয়া গিয়েছে পতৌদি প্রাসাদের অন্দরের ঝলক। পাওয়া গিয়েছে অনিল ও রণবীরের ছবিতে লুকের ঝলতও। দেখা যায় দুই অভিনেতার পরনেই আপাদমস্তক কালো পোশাক। দু’জনের মুখে দাড়ি কিংবা গোঁফ নেই। ক্লিন সেভ যাকে বলে। দিল্লির পতৌদি প্রাসাদে এই মুহূর্তে জমিয়ে চলছে শুটিং। ছবিটি টিমেরই এক মেকআপ আর্টিস্ট তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

গত এপ্রিল মাসে ‘অ্যানিম্যাল’-এর শুটিং হয়েছিল মানালিতে। উল্লেখ্য, ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করছিলেন দক্ষিণী স্টার ও ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানা। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল চকিতেই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল। আরও চমক, সেখানে রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুরকে। ছবির পরিচালকের নাম সন্দীপ ভাঙ্গা রেড্ডি।

তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’তে সন্দীপ কাজ করেছেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। সেই ছবিরই হিন্দি সংস্করণ ‘কবীর সিং’-এ ছিলেন শাহিদ কাপুর। সেটিও সন্দীপের পরিচালনায় তৈরি হয়েছিল। ছবি ব্যাপকভাবে সফল হয়য। সেই সঙ্গে বলিউডে ধীরে-ধীরে পাকাপাকি জায়গা করে নিচ্ছেন সন্দীপ। রণবীর কাপুরের সঙ্গে তাঁর এই ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে। ছবির শুটিংয়ের ফাঁকে তারকারা নিজের মতো সময়ও কাটাচ্ছেন বলে খবর। রণবীরের এখন পরপর হাতে কাজ। কিছু বছর তিনি কেবল মাত্র ‘ব্রহ্মাস্ত্র’ নিয়েই ব্যস্ত ছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শামশেরা’। সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। সম্প্রতি গ্রিসে গিয়ে শুটিং করেছেন লাভ রঞ্জনের একটি ছবির। বাবা হচ্ছেন রণবীর। সেই প্রস্তুতিও চলছে তাঁর।