Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boycott Pathaan Trend Effect: LSC দেখার পরই পাঠান বয়কটের ডাক, সুপারস্টারের পাশে দাঁড়াতে কী করলেন কিং-ভক্তরা

Pathaan: পাঠানকে নিয়ে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে লাল সিং চাড্ডা ছবিতে কিং খানকে দেখার পরই।

Boycott Pathaan Trend Effect: LSC দেখার পরই পাঠান বয়কটের ডাক, সুপারস্টারের পাশে দাঁড়াতে কী করলেন কিং-ভক্তরা
শাহরুখ খান।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2022 | 3:49 PM

বেশ কয়েকদিন ধরেই বয়কট বলিউড ট্রেন্ডে। বলিউজের বেশিরভাগ ছবিই বর্তমানে এই পরিস্থিতির শিকার। যার ফলে ব্যবসায় পড়ছে কোপ মনেই মত ছবি বিশেষজ্ঞদের। একই তালিকায় নাম লিখিয়েছে যেমন লালা সিং চাড্ডা, রক্ষা বন্ধন, সেই তালিকায় জায়গা করে নেয় শাহরুখ খানের আগামী ছবি পাঠানও। তবে পাঠানকে নিয়ে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে লাল সিং চাড্ডা ছবিতে কিং খানকে দেখার পরই। সোশ্যাল মিডিয়ায় একশ্রেণী মোটেও রাজি ছিলেন না এই শাহরুখ খানকে মেনে নিতে। ফলে ছবি বয়কটের ডাক তোলে তারা।

সেখান থেকেই এবার পাল্টা উত্তরে সামিল কিং খান ভক্তরা। পাঠান ছবি মুক্তির দিন ফাস্ট ডে ফাস্ট শো-দেখা চাই। সেই সুবাদেই ভক্তরা রবিবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে তুলে ধরল ফাস্ট ডে ফাস্ট শো। যা ঘিরে পুনরায় শাহরুখের ছবি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে পাঠান ছবি। টানা চার বছরের বিরতির পর শাহরুখ খান আবারও ফিরছেন চেনা ছন্দে। তবে এবার শাহরুখ খান পর্দায় ফিরছেন নয়া ছন্দে। অ্যাকশন প্যাক নিয়ে ভাইরাল সুপারস্টারের লুক। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ছবির সেট থেকে শাহরুখ-দীপিকার লুক।

এবার শাহরুখ খানের ছবি ফ্লপের মুখে যাতে না পড়ে তাই তড়িঘড়ি ব্যস্ত হয়ে পড়ল তাঁর ভক্তরা। মরিয়া হয়ে উঠল সোশ্যাল মিডিয়াকে ছন্দে ফেরাতে। একরাতের মধ্যেই উল্টো ছবি টুইটরে। শারুখ খান ও দীপিকা অভিনীত এটি চতুর্থ ছবি। পাঠানে অ্যাকশন লুকে দীপিকা ও শাহরুখকে দেখতে মরিয়া ভক্তরা এখন কেবল ট্রেলার মুক্তির অপেক্ষায় দিনগুনছে। অন্যদিকে লাল সিং চাড্ডা ছবির ক্ষেত্রেও ছবিটা উল্টো। সেখানে ফ্যান ছবির লুকে দেখা যায় শাহরুখ খানকে। ফলে কড়া সমালোচনার জন্যই পাঠান ছবি বাতিলের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়।