Aishwarya Rai: এই বিশেষ দিনেই প্রকাশ্যে হাত জোড় করে কেঁদেছিলেন ঐশ্বর্য, আবেগঘন পোস্টে আবারও ফিরল স্মৃতি

Viral News: সকলের সামনে কেন কাঁদতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, ঠিক কী ঘটেছিল এই বিশেষ দিনের অনুষ্ঠানে!

Aishwarya Rai: এই বিশেষ দিনেই প্রকাশ্যে হাত জোড় করে কেঁদেছিলেন ঐশ্বর্য, আবেগঘন পোস্টে আবারও ফিরল স্মৃতি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 7:46 AM

ঐশ্বর্য রাই বচ্চন, প্রসঙ্গত সেলেব দুনিয়ার সঙ্গে যুক্ত থাকা প্রতিটি খবরই থাকে লাইম লাইটে, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতি নিয়ত ময়নাতদন্তই যেন ভক্তদুনিয়ার অভ্যাস, ভালো-স্মৃতি হোক বা খারাপ অভিজ্ঞতা, গুজব হোক বা প্রশংসা, কোনও খবর সামনে আসা মানেই পাপরাজিৎদের উপস্থিতিতে তা ফ্রেমবন্দি, নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল।

সেই প্রসঙ্গ যখন বচ্চন বধূ, তখন এই বিষয় কোনও সন্দেহের অবকাশ থাকে না, যে তা মুহূর্তে নেটপাড়ায় জায়গা করে নেবে।  আর ঠিক সেইভাবেই সদ্য সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল ঐশ্বর্যের তাঁর পিতার প্রতি স্মৃতিচারণের পোস্ট। তাঁর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাই-এর মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ঐশ্বর্য রাই বচ্চন। বাবার প্রতি ভালোবাসা জানিয়ে করা পোস্টে উঠে এলো তাঁর পরিবারের প্রতি অবদান, সকলের তাঁর প্রতি ভালোবাসার ছবি, কিন্তু এই বিশেষ দিনেই এবার ঐশ্বর্য রাই বচ্চন একান্তে নয়, সকলের সামনেই কেঁদে ভাসিয়ে ছিলেন।

না বাবার মৃত্যু শোকের কারণে নয়, সে শোক একান্ত ব্যক্তিগত বরং সেই শোক সভায় বিশৃঙ্খলা আটকাতে নাজেহাল ঐশ্বর্য বুঝে উঠতে পারছিলেন না পরিস্থিতি সামাল দেবেন কীভাবে। ঠিক কী ঘটেছিল সেদিন! বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঐশ্বর্য আয়োজন করেছিলেন ছোটদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিল আরাধ্যাও। আরাধ্যা ছোট থেকে ক্যামেরাকে বেশ ভয় পায়। তবে ঐশ্বর্যের পরিবারের অনুষ্ঠান বলে কথা, সেখানে পাপরাজিৎ-দের ভিড় থাকবে না, তা কি হয়! তবে তাঁদের উপস্থিতিতে ছোটদের সামলাতে বেজায় নাজেহাল হতে হয়েছিল সেদিন ঐশ্বর্যকে। শেষে তিনি হাত জোড় করে কেঁদে ফেলেছিলেন। সকলের উদ্দেশে অনুরোধ করেছিলেন, যেন তাঁদের একা ছেড়ে দেওয়া হয়। এই প্রথম ও শেষ, যখন প্রকাশ্যে ঐশ্বর্যকে পাপরাজিৎ-দের উদ্দেশে কাঁদতে দেখা গিয়েছিল। ভেঙে পড়েছিলেন বচ্চন বধূ। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর পার। এখন পারিবারিকভাবেই এই বিশেষ দিনটি পালন করে থাকেন তাঁরা।

আরও পড়ুন- Hrithik-Saba Relation: হৃত্বিকের ভাগ্নির হাতের হালুয়া, সাবার পাতে পড়তেই সাবাসি, পরিবারের সঙ্গে বান্ধবীর ঘনিষ্ঠতা তুঙ্গে

আরও পড়ুন- Viral Video: বি-টাউনে হোলি-র গালা পার্টি, রঙিন শাহরুখ-গৌরীর কাণ্ড-র স্মৃতিতে বিভোর নেটপাড়া

আরও পড়ুন- Vikrant Massey-Sara Ali Khan-Gaslight: বিক্রান্ত মেসি রাজকোটে সারা আলির সঙ্গে, সেখানে পোঁছে গেলেন বিক্রান্তের স্ত্রী শীতলও, ঘটনাটা কী?