বন্ধুত্বে ফাটল? কেন সলমনকে শুভেচ্ছা জানালেন না শাহরুখ…
Shahrukh-Salman: মাঝে বেশ কয়েকবছর তাঁদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল। কেউ কারও সঙ্গে কথা বলতেন না। তবে তা খুব বেশিদিন ধরে বজায় থাকেনি। কয়েকবছর যেতে না যেতেই তাঁরা একে অন্যের পাশে আবারও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
বলিউডের দুই সুপারস্টার, সলমন খান ও শাহরুখ খান। দীর্ঘদিনের বন্ধুত্ব আজও যেন পরতে-পরতে উপভোগ করেন দর্শকেরা। মাঝে বেশ কয়েকবছর তাঁদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল। কেউ কারও সঙ্গে কথা বলতেন না। তবে তা খুব বেশিদিন ধরে বজায় থাকেনি। কয়েকবছর যেতে না যেতেই তাঁরা একে অন্যের পাশে আবারও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে থেকে এই দুইস্টার ভাই ভাই। একে অন্যের প্রতিটা সাফল্যে পাশে থাকেন। তবে সলমন খান যেমন শাহরুখের ছবি মুক্তি থেকে শুরু করে জন্মদিন, সবেতেই সোশ্যাল মিডিয়ায় দাপটের সঙ্গে পোস্ট করে থাকেন, তেমনটা কই শাহরুখ খানের ক্ষেত্রে দেখা যায় না তো? ৫৮ বছরে পা দিলেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় থাকল না কোনও শাহরুখের পোস্ট। তবে কী দুই ভাইয়ের বন্ধুত্বে আবারও ফাটল ধরল? সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত এবার শাহরুখের উদ্দেশে একই প্রশ্ন করলেন।
তবে শাহরুখ চুপ করে থাকলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? তাঁর কথায় তাঁর ও সলমন খানের সম্পর্ক ব্যক্তিগত…। কেন তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তা জাহির করবেন? সলমন ও শাহরুখ খানের বন্ধুত্ব এখন এতটাই গাঢ় যে মধ্যরাতে শাহরুখের বিপদে ছুটে গিয়েছিলেন সলমন খান। বলিপাড়ার অন্দরমহলে যে খবর সকলেরই কম বেশি জানা। শাহরুখের জন্মদিনেও সারারাত পার্টি করেছিলেন ভাইজান। তবে সলমন খানের জন্মদিন পার্টিতে তিনি থাকলেন কি না তা নিয়ে কোনও স্পষ্ট খবর এখনও মেলেনি।