নিখোঁজ বলিউডের বিখ্যাত কৌতুকশিল্পী! ফোন করে পুলিশকে বললেন…
তোলপাড় মুম্বই নগরী। মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যান কৌতুকশিল্পী সুনীল পাল। এ দিন সান্তাক্রুজ থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী সরিতা পাল। অনেক বার সুনীলের সঙ্গেএর আগে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শত চেষ্টা করার পরেও যখনও তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন সরিতা তখনই পুলিশের দ্বারস্থ হন।
তোলপাড় মুম্বই নগরী। মঙ্গলবার আচমকাই নিখোঁজ হয়ে যান কৌতুকশিল্পী সুনীল পাল। এ দিন সান্তাক্রুজ থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্ত্রী সরিতা পাল। অনেক বার সুনীলের সঙ্গেএর আগে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শত চেষ্টা করার পরেও যখনও তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন সরিতা তখনই পুলিশের দ্বারস্থ হন।
মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন শো করতে। তার পরেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। মঙ্গলবার সুনীলের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি তো ফেরেননি উপরন্তু তাঁর সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা যায়নি। ফলে খুবই ভয় পেয়েছিলেন সুনীলের স্ত্রী। যদিও সবাইকে আশ্বস্ত করে এ দিন সন্ধ্যাবেলা নিজেই যোগাযোগ করেছিলেন। জানান, তিনি ঠিক আছেন। সুস্থ রয়েছেন। কৌতুকশিল্পীর স্ত্রী জানিয়েছেন সুনীলের সঙ্গে কথা হয়েছে পুলিশেরও।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছিলেন সুনীল। সেই শোয়ের মাধ্যমেই সকলের নজর কাড়েন তিনি। বলিপাড়ার বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে বিতর্কে জড়ান তিন। কারণ, পরিচালক আনিজ বাজমির দিকে আঙুল তুলেছিলেন তিনি। সুনীল অভিযোগ জানিয়েছিলেন তাঁকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেননি পরিচালক।
তিনি সে সময় বলেছিলেন, “বিভিন্ন প্রযোজকদের কাছে বাজারে আমার ২০-২৫ লক্ষ টাকা আটকে আছে। ইন্ডাস্ট্রিতে প্রযোজকদের দেরিতে অর্থ প্রদান করা বেশ সাধারণ বিষয়। তবে আমরা শিল্পী হিসেবে বুঝি, একজন প্রযোজক আসলেই সম্পদ বা লিকুইড মানি থেকে বঞ্চিত কি না। কিন্তু আনিসের মতো একজন প্রযোজক, যিনি কোটি কোটি টাকায় খেলেন, তিনি যখন এমন আচরণ করেন, তখন তা ক্ষমার যোগ্য নয়।”