Musical Mangroves: সুন্দরী গাছ বাঁচাতে তথ্যচিত্র; জায়গা করে নিল উৎসবে!
২০২১ সালে ফের আয়োজিত হচ্ছে অল্ট ফি। পরিবেশ বিষয়ক ছবি দেখানো হয় উৎসবটিতে।
ভারত ও বাংলাদেশের যৌথ প্রয়াস। প্রয়াস সুন্দরী গাছ বাঁচানোর। দুই বাংলার গা ঘেঁষে চলে গিয়েছে সুন্দরী গাছের সারি। পশ্চিমবঙ্গের সুন্দরবনের অধিকাংশই এই গাছে মোড়া। সুন্দরী গাছ বাঁচানোর তাগিদে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। সেখানে দেখানো হবে কীভাবে দুই বাংলার শিল্পীরা মিলিতভাবে সুন্দরী গাছ বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছেন। ছবিটি তৈরি করেছেন এলজা রায়।
অল্ট ফি-র ফেস্টিভ্যাল ডিরেক্টর কুণাল খান্না বলেছেন, “বহু গবেষণা পত্র আছে। বহু আর্টিক্যাল আছে। সবেতেই দেখা যাচ্ছে কীভাবে সুন্দরী গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গাছ বাঁচানো এখন অত্যন্ত জরুরি। তথ্যচিত্র তৈরি করলে এই গুরুগম্ভীর পরিস্থিতি সম্পর্ক মানুষ অনেকবেশি অবগত হতে পারবেন। আল্ট ফি-র সাহায্যে আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি, যাতে সুন্দরী গাছ ও সুন্দরবনের পরিস্থিতি সম্পর্কে মানুষ অবগত হতে পারেন।”
তথ্যচিত্রের নির্মাতা এলজা রায় বলেছেন, “আমাদের তথ্যচিত্রটি সুন্দরবনের নানা গল্প ও সেখানকার মানুষের কথা বলে। সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। আবহাওয়ার পরিবর্তন এখন বিশ্বের অন্যতম আলোচনার বিষয়। এই ছবির মাধ্যমে আন্দোলনের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আমরা। সঙ্গীত ও শিল্পের সাহায্যে আশা করি মানুষকে বোঝাতে পারব।”
অল্ট ফি একটি উৎসব। ২০২১ সালে ফের আয়োজিত হচ্ছে উৎসবটি। পরিবেশ বিষয়ক ছবি দেখানো হয় উৎসবটিতে। ছবিগুলি দেখানো হয় বিচারকদের সামনে। ৪৪টি ছবি দেখানো হবে এবার। সেখানেই দেখানো হবে এলজার ‘মিউজিক্যাল ম্যানগ্রোভস’। করোনার কারণে এবার অনলাইনেই আয়োজিত হচ্ছে উৎসব।
আরও পড়ুন: Yohani-Jacqueline: ভারতে ইয়োহানি, নিজের দেশের মানুষ দেখে কী করলেন জ্যাকলিন?
আরও পড়ুন: Timir Biswas: পুজোর আগে এককভাবে মুক্তি পাচ্ছে তিমিরের রবীন্দ্রসঙ্গীত