ক্যাটরিনা-দীপিকার ‘মডেলিং ডেজ’-এর ছবি ফাঁস, চিনতে পারছেন ওঁদের? 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 11, 2021 | 3:09 PM

ছবিটি শেয়ার করেছেন প্রাক্তন মডেল মার্ক রবিনসন। ছবিতে দেখা যাচ্ছে প্রথম সারির একেবারে ডানদিকের ধারে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা, আর তাঁর ঠিক পিছনে কোনের দিকে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ক্যাটরিনা-দীপিকার মডেলিং ডেজ-এর ছবি ফাঁস, চিনতে পারছেন ওঁদের? 
সেই সব দিন।

Follow Us

একসঙ্গে মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। যদিও বলিব্রেক আগেই মিলেছিল ক্যাটরিনার। একসঙ্গে র‍্যাম্প ওয়াক করেছেন। অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। প্রকাশ্যে এল ওই দুই প্রথম সারির অভিনেত্রীর মডেলিং ডে’জের এক অদেখা ছবি। যে ছবিতে দীপিকা ও ক্যাটরিনাকে চেনাই দায়! প্রথম সারিতেও দেখা যাচ্ছে না তাঁদের। রয়েছে একেবারে ধারে…

ছবিটি শেয়ার করেছেন প্রাক্তন মডেল মার্ক রবিনসন। ছবিতে দেখা যাচ্ছে প্রথম সারির একেবারে ডানদিকের ধারে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা, আর তাঁর ঠিক পিছনে কোনের দিকে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দেখা যাচ্ছে আরও এক মডেল সোফি চৌধুরীকেও। সোফি বলিউডে সেভাবে পরিচিতি তৈরি করতে না পারলেও অন্য দুজন পেরেছেন। ২০০৩ সালে বুম ছবির মধ্যে দিয়ে বলি অভিষেক হয় ক্যাটরিনার। অন্যদিকে ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবির মধ্যে দিয়ে বলিপাড়ায় পা রাখেন দীপিকা। ক্যাটরিনার প্রথম ছবি হিট হয়নি। যদিও প্রথম ছবিতেই ছক্কা হাঁকেন দীপিকা। তাঁদের সেই সাফল্যের রাস্তায় আজও অক্ষুণ্ণ।


দীপিকার হাতে রয়েছে একগুচ্ছ ছবি। শকুন বাত্রার আসন্ন ছবিতে দেখা যাবে তাঁকে। ওই ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। রয়েছে হৃতিক রোশনের সঙ্গে ফাইটার, এ ছাড়াও প্রভাসের সঙ্গে একটি ছবিতেও দেখা যাবে তাঁকে। রয়েছে হলিউড প্রজেক্টও। সব মিলিয়ে অভিনেত্রীর বৃহস্পতি একেবারে তুঙ্গে। অন্যদিকে এই মুহূর্তে সলমনের সঙ্গে তুরস্কে রয়েছেন ক্যাটরিনা। সেখানে টাইগার ৩-এর শুট করছেন তিনি। রোহিত শেট্টির সূর্যবংশীতেও দেখা যাবে তাঁকে। সেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। এখন শুধুই মুক্তির অপেক্ষা। মাস খানেক আগে ভিকি কৌশলের সঙ্গে তাঁর বাগদানের গুজব রটেছিল। যদিও সেই গুজবকে নস্যাৎ করে দেয় ভিকি ও ক্যাটরিনার টিম।

 

আরও পড়ুন: চাই না মেয়ে আমার মতো করে গান করুক, তাই ওকে টিপস দিইনি: নচিকেতা চক্রবর্তী

আরও পড়ুন: Ankita Lokhande: অঙ্কিতা লোখান্ডের বিয়ের তারিখ জানালেন সহ-অভিনেতা?

আরও পড়ুন: Gaslight: সারা-বিক্রান্ত অভিনীত ‘গ্যাসলাইট’ ছবির অন্য প্রধান নারী চরিত্রে কে?

Next Article