Indrani Bhattacharjee: বাংলার মেয়ের বলিউড অভিযান, সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ইন্দ্রাণীর
Indrani Bhattacharjee: মাত্র ৩৪ বছর বয়সেই বলিউডে সঙ্গীত পরিচালনার বড় ব্রেক। ইন্দ্রাণীর কথায়, "পরিচালক দুষ্যন্ত সিং আমার গানগুলো শুনেছিলেন বহুদিন আগে, ২০১৫ সালে। পাঁচটি গান শুনিয়েছিলাম।
বাংলার মেয়ের বলিউড অভিযান। আরবসাগরের তীরে মায়ানগরীতে অভিষেক হচ্ছে বাংলার মেয়ে ইন্দ্রাণী ভট্টাচার্যের। দুষ্যন্ত প্রতাপ সিং-এর পরিচালনায় ‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রাণী। তাঁর সুরে গান ‘গড়বড় গড়বড়’-এ গলা দিয়েছেন পঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। গানটি লিখেছেন অজয় বাওয়া। মুক্তি পাচ্ছে জি মিউজিক থেকে। ২০১০ সাল থেকে সেলুলয়েডের সঙ্গে আলাপ ইন্দ্রাণীর। ‘এক্স ফ্যাক্টর’ রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি। ওই শো-য়েই বিচারক হিসেবে দেখা গিয়েছিল সোনু নিগম, শ্রেয়া ঘোষাল এবং সঞ্জয় লীলা বনশালীকে। এরপর ‘সুরক্ষেত্র’ রিয়েলিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ভারত-পাকিস্তান সুরের লড়াই-এর এই রিয়েলিটি শো-তে বিচারক হিসাবে ছিলেন হিমেশ রেশমমিয়া, আতিফ আসলাম এবং রুনা লায়লা। গানের মতোই সঙ্গীত পরিচালনায় উৎসাহী ইন্দ্রাণী।
মাত্র ৩৪ বছর বয়সেই বলিউডে সঙ্গীত পরিচালনার বড় ব্রেক। ইন্দ্রাণীর কথায়, “পরিচালক দুষ্যন্ত সিং আমার গানগুলো শুনেছিলেন বহুদিন আগে, ২০১৫ সালে। পাঁচটি গান শুনিয়েছিলাম। প্রতিটিই পছন্দ হয়েছিল। বলেছিলেন, পরে ছবি করলে ডাকবেন। লকডাউনের সময় ২০২০ সালে হঠাৎ ফোন করে ডেকে পাঠান এবং জানান যে, দালের মেহন্দির এত পছন্দ হয়েছে গান যে, এক্ষুনি রেকর্ড করতে চাইছেন! আমি যেন দিল্লি গিয়ে রেকর্ড করে আসি, বলেছিলেন। দু’দিনের মধ্যে সব ঠিকঠাক করে দিল্লি গিয়ে রেকর্ড করা হয়। দালের পাজি খুব খুশি হয়েছিলেন গান গেয়ে, আমার বিরাট প্রাপ্তি।”
‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ ছবিতে অভিনয় করেছেন হিতেন তেজওয়ানি, ব্রুনা আবদুল্লা, শাওয়ার আলি, হেমন্ত পাণ্ডে এবং আর্জুমান মুঘল ও অন্যান্য শিল্পীরা। আদপে এই সাসপেন্স থ্রিলার মুক্তির আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।