AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে ভেঙেছে, তবে রবিবার পথে পাশাপাশি দেবলীনা-তথাগত, কেন?

রবিবার প্রতিবাদ মিছিলে অংশ নেবেন অভিনেত্রী দেবলীনা দত্ত আর পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। রাজধানীতে পথকুকুরের কামড়ের আতঙ্কে, বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কোনও পশুপ্রেমী, সংস্থা এই নির্দেশের বিরোধিতা করলে কড়া ব্যবস্থা নেবে শীর্ষ আদালত। কেন্দ্র ছাড়া এই মামলায় অন্য কারও আবেদন শুনবে না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

বিয়ে ভেঙেছে, তবে রবিবার পথে পাশাপাশি দেবলীনা-তথাগত, কেন?
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 6:16 PM
Share

রবিবার প্রতিবাদ মিছিলে অংশ নেবেন অভিনেত্রী দেবলীনা দত্ত আর পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। রাজধানীতে পথকুকুরের কামড়ের আতঙ্কে, বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কোনও পশুপ্রেমী, সংস্থা এই নির্দেশের বিরোধিতা করলে কড়া ব্যবস্থা নেবে শীর্ষ আদালত। কেন্দ্র ছাড়া এই মামলায় অন্য কারও আবেদন শুনবে না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ে জলাতঙ্ক (RABIES) আতঙ্ক ছড়ায়। কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন, আহতদের মধ্যে শিশু ও প্রবীণ নাগরিক বেশি। সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন এই মামলা শোনেন এবং সমস্ত পথকুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি কোনও সংগঠন বা প্রতিষ্ঠান বাধা দেয়, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেই নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এই নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে দেশ জুড়ে। টলিপাড়ার কিছু সেলিব্রিটি ক্ষোভে ফেটে পড়েছেন। এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। তথাগত মুখোপাধ্যায় আর দেবলীনা দত্ত এক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও তাঁদের আদরের পোষ্যদের দেখাশোনা করার ব্যাপারে দু’ জনের যোগাযোগ রয়েছে। তথাগত এখন প্রেম করছেন আলোকবর্ষা বসুর সঙ্গে। বিচ্ছেদ হয়ে গেলেও, রবিবার পথে পাশাপাশিই দেখা যাবে তথাগত-দেবলীনাকে। বিকেলে গোলপার্ক থেকে শুরু হবে এই প্রতিবাদ মিছিল।