হঠাৎ করে উধাও দীপিকা! কোথাও নেই খোঁজ

একটু ভাল করে লক্ষ্য করলে যা বোঝা যাচ্ছে, তা হল সম্প্রতি প্রোফাইল পিকচার বদলেছেন অভিনেত্রী।

হঠাৎ করে উধাও দীপিকা! কোথাও নেই খোঁজ
দীপিকা পাড়ুকোন
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 1:10 PM

বর্ষশেষের রাতে তিনি উধাও! তিনি কোত্থাও নেই। ইনস্টাগ্রাম-টুইটার-ফেসবুক। কোত্থাও নেই। তিনি বলিউডের মোস্ট সেনসেশনাল স্টার দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সব কটি সোশ্যাল হ্যান্ডেল মিলিয়ে প্রায় ১১০ মিলিয়ন ফলোয়ার্স একেবারে তাজ্জব বনে গিয়েছে দীপিকার এ হেন কাজে। না কোনও পোস্ট, না কোনও টুইট কিছুই দেখা যাচ্ছে না দীপিকার প্রোফাইলে।

আরও পড়ুন বছরের প্রথম সূর্যোদয়, কোন মন্ত্রপাঠে শুরু করলেন অক্ষয়?

বেশ কিছুদিন ধরে নামজাদা সেলেবদের প্রোফাইল হ্যাক হওয়ার খবর উঠে আসছিল। দীপিকারও কি প্রোফাইল হ্যাক হল?

একটু ভাল করে লক্ষ্য করলে যা বোঝা যাচ্ছে, তা হল সম্প্রতি প্রোফাইল পিকচার বদলেছেন অভিনেত্রী। অনেকের মতে এটা হয়তো দীপিকার পাবলিসিটি স্টান্ট! নিজের আসন্ন প্রোজেক্ট প্রোমোশনের এক প্রেচেষ্টা চালাচ্ছেন  অভিনেত্রী। কিছুক্ষণ আগে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক অডিও স্টোরি পোস্ট করছেন দীপিকা। নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁর ভক্তদের। দীপিকার পোস্ট না দেখা গেলেও, তাঁর ইনস্টা স্টোরি দেখা যাচ্ছে। যে সমস্ত টুইট তিনি লাইক করেছেন তাও দেখা যাচ্ছে। তবে কেন তিনি নিজে সোশ্যাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন তার ব্যাপারে কিছুই জানাননি অভিনেত্রী।

দীপিকার ইনস্টা হ্যান্ডেল।

আপাতত দীপিকা রয়েছেন তাঁর স্বামী রণবীরের সঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। কিছুদিন আগে রনথম্বোর থেকে নিতু কাপুর পোস্ট করেন এক ছবি। তাতে রয়েছেন রণবীর কাপুর এবং রণবীর সিং। তবে সে ছবিতে আলিয়া এবং দীপিকা দু’জনেই ছিলেন মিসিং।

পরিচালক শকুন বতরার ছবিতে এখন কাজ করছেন দীপিকা। সে ছবিতে রয়েছেন অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী। শোনা যাচ্ছে শাহরুখ অভিনীত ‘পাঠান’-এও দেখা যাবে অভিনেত্রীকে।