ফের পোশাকে রং মিলান্তি, নজরুল মঞ্চের পর এবার বড়মার সামনে পাশাপাশি দেব-শুভশ্রী
নজরুল মঞ্চে ট্রেলার মুক্তির পর এবার রিলিজের আগে বড়মার আশীর্বাদ নিতে পৌঁছলেন মেগাস্টার ও লেডিসুপারস্টার। শুভশ্রীর পরনে লাল রঙের শাড়ি আর অন্যদিকে দেব পরেছেন লাল রঙের পাঞ্জাবি।

১০ বছর কাটিয়ে ধূমকেতু আসতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। দেব-শুভশ্রী জুটিকে ফের সিনেপর্দায় দেখতে যে উন্মাদনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে তাঁর প্রমাণ অগ্রিম বুকিংয়ে বলিউড ছবিকে বাজিমাত। আর তাই তো ছবির সাফল্য কামনায় ফের একসঙ্গে দেব-শুভশ্রী। নজরুল মঞ্চে ট্রেলার মুক্তির পর এবার রিলিজের আগে বড়মার আশীর্বাদ নিতে পৌঁছলেন মেগাস্টার ও লেডিসুপারস্টার। শুভশ্রীর পরনে লাল রঙের শাড়ি আর অন্যদিকে দেব পরেছেন লাল রঙের পাঞ্জাবি। পোশাকের রং মিলন্তিতে ফের দেব-শুভশ্রী বুঝিয়ে দিলেন, তাঁদের সব অভিমান এখন ধূলিসাৎ ধূমকেতুর টানে। বাবু হয়ে বসে, বড়মার কাছে তাঁদের দুজনের একটাই প্রার্থনা বক্স অফিসে যেন রেকর্ড করুক ধূমকেতু। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। দেব-শুভশ্রীকে দেখা গেল গল্পে মশগুল। ধূমকেতু মুক্তি যে খুবই আনন্দিত এই জুটি তা স্পষ্ট হল তাঁদের অভিব্যক্তিতে।
গত ৪ আগস্ট শ্রাবণ সন্ধ্য়ায় ৯ বছর পর লাল-নীল আলোর মাঝে, এক শ্রাবণ সন্ধ্যায় দেখা হয়েছিল তাঁদের। সিনেমার পর্দায় নয়, বরং নজরুল মঞ্চে। আর সেই রিইউয়ন দেখে দর্শকদের পরাণ জ্বলে উঠল নস্ট্যালজিয়ায়। ধূমকেতু ছবির হাত ধরে দেব-শুভশ্রী নিলেন নতুন ‘চ্য়ালেঞ্জ’, ফের সেই পুরনো ম্য়াজিককে নতুন মোড়কে আনার। হ্যাঁ, ৯ বছর পর পাশাপাশি এসেছিলেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রঙে-রংমিলান্তি। দুজনেই সেদিন পরেছিলেন কালো রঙের পোশাক। হাত বাড়ালেন দুজনে-দুজনের দিকে। ৯ বছর পর দেখা হল দুজনের। ৯ বছর পর কথা হল দুজনের। আর দর্শকদের মনে ঝড় বয়ে গেল ধূমকেতুর। সেই ধূমকেতু উত্তাপকে সঙ্গে নিয়েই ফের বড়মার মন্দিরে দেশু জুটি।
১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ছবি ধূমকেতু। রিলিজের আগেই টলিউড বক্স অফিস বুঝিয়ে দিল দেব-শুভশ্রীর জুটির ম্যাজিক এখনও সুপারহিট।

