মোটি ৩ বিয়ে, শাহিদ কাপুরের মাকে চেনেন?
দ্বিতীয় বার নীলিমা বিয়ে করেন রাজেশ খট্টরকে। তিনিও একজন অভিনেতা। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। ২০০১ সালে বিচ্ছেদ হয়ে যায় রাজেশ ও নীলিমার। সেই সম্পর্কেও নীলিমার এক ছেলে হয়। নাম ঈশান খট্টর।

নীলিমা আজিমকে চেনেন? সম্পর্কে শাহিদ কাপুরের মা তিনি। তবে তাঁর প্রধান পরিচয় তিনি অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর বয়স ৬৬ বছর। দীর্ঘ এত বছরে জীবনে বারেবারে বসন্তের আগমন ঘটেছে। যদিও সম্পর্ক স্থায়ী হয়নি তাঁর। বারবার ভেঙেছে তাঁর বিয়ে। এক নয়, দুই বারও নয়, তিন বার বিয়ে ভেঙেছে তাঁর। ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজ কাপুরকে বিয়ে করেন নীলিমা। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। নীলিমা ও পঙ্কজের ছেলেই হলেন শাহিদ কাপুর।
দ্বিতীয় বার নীলিমা বিয়ে করেন রাজেশ খট্টরকে। তিনিও একজন অভিনেতা। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। ২০০১ সালে বিচ্ছেদ হয়ে যায় রাজেশ ও নীলিমার। সেই সম্পর্কেও নীলিমার এক ছেলে হয়। নাম ঈশান খট্টর। ঈশানও কিন্তু অভিনেতা। বলিউডে ‘ধড়ক’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। রাজেশ ও নীলিমার দেখা হয় এক সিনেমার সেটে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। কেন ভেঙেছিল সেই বিয়ে, কারণ আজও অজানা। তবে পরবর্তীতে রাজেশ আবার বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম বন্দনা সঞ্জলি। বন্দনা ও নীলিমার মধ্যে বেশ ভাল সম্পর্ক। ওদিকে রাজেশ ও তাঁর প্রাক্তন স্ত্রীর মধ্যেও নেই কোনও তিক্ততা।
প্রথম দুই বিয়ে ভাঙার পরেও কিন্তু বিয়ের প্রতি বিশ্বাস হারাননি নীলিমা। এর পর তিনি বিয়ে করেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ রাজা আলি খানকে। ২০০৪ সালে বিয়ে করেন তাঁরা। যদিও পাঁচ বছরের মধ্যে ভেঙে যায় সেই বিয়েও। নীলিমার দুই ছেলের শাহিদ ও ঈশানের মধ্যেকার সম্পর্ক কিন্তু বেশ ভাল। এমনকি শাহিদের বিয়েতেও হাজির ছিলেন ঈশান। অতীতের তিক্ততা ভুলে তাঁরা সবাই আছেন মিলেমিশে।
