AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোটপর্দার খুকুমণি নেই ধারাবাহিকে, তাঁর নতুন নতুন ওয়েব সিরিজ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের প্রথম ওয়েব সিরিজ এবার মুক্তি পাবে। বাংলা ধারাবাহিকে খুকুমণির চরিত্র করে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন দীপান্বিতা। কিন্তু তারপর বাংলা ধারাবাহিক থেকে দূরে রয়েছেন। বরং ওয়েব সিরিজ নিয়ে দীপান্বিতা এবার দর্শকের সামনে আসছেন।

ছোটপর্দার খুকুমণি নেই ধারাবাহিকে, তাঁর নতুন নতুন ওয়েব সিরিজ
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 1:12 PM
Share

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের প্রথম ওয়েব সিরিজ এবার মুক্তি পাবে। বাংলা ধারাবাহিকে খুকুমণির চরিত্র করে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন দীপান্বিতা। কিন্তু তারপর বাংলা ধারাবাহিক থেকে দূরে রয়েছেন। বরং ওয়েব সিরিজ নিয়ে দীপান্বিতা এবার দর্শকের সামনে আসছেন। ওয়েব সিরিজের গল্প কীরকম?  ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজির প্রফেসর,পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকোলেট দেয়। ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন অফিসার ইন চার্জ, রজত প্রবেশ করে, কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে| এটা খুন, তার তদন্ত করতেই রজতের অনির্বাণের বাড়িতে আসা, কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত | শুধু তাই নয়, সে আবার অনির্বাণের প্রাক্তন ছাত্র | তদন্ত করতে করতেই রজত অনির্বাণের কাছে তিন্নির কথা জানতে পারে | তিন্নির বাড়িতে গিয়ে রজত চমকে ওঠে। তিন্নি নাকি অনি আঙ্কেলের রেফ্রিজারেটরে একটা কাটা কান দেখতে পেয়েছে। তিন্নিকে একটা পুতুল বানিয়ে দেবে বলে অনির্বাণ সিলিকনের তৈরি হিউম্যান বডি পার্টস কিনে এনেছে। রজতের সন্দেহ দৃঢ় হতে থাকে | রজত পুতুলটা দেখতে চায়, তিন্নি পুতুলটা রজতের কাছে আনতেই রজত পুতুলের একটা কান ছিঁড়ে সেটা ফরেন্সিকে পাঠায়। কারণ তার কিছুদিন আগে পুলিশ একটা মেয়ের ডেড বডি জলাশয়ের কাছে পায়, যার কান, ঠোঁট এবং হাতের আঙুল কাটা | রজত সার্চ ওয়ারেন্ট নিয়ে পৌঁছায় অনির্বাণ এর বাড়ি। তারপর কী হয়, তা নিয়েই গল্প।

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব সিরিজ। জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করেছেন।