পায়ে ভয়ঙ্কর চোট, কেমন আছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী?
দুর্গাপুজোর পর মুম্বই শহরে গিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। সেখানে বিভিন্ন মিটিং, কাজে ব্যস্ত পরিচালক। কিন্তু ফেসবুক স্টোরিতে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে অনিরুদ্ধ। তাঁর এক পায়ে চিকিত্সা হয়েছে। ঠিক কী কারণে এমন হলো? অনিরুদ্ধ TV9 বাংলাকে জানালেন, ''আগে পিকলবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলাম। এবার পুজোর পর মুম্বইয়ে এসে খেলতে গিয়ে হঠাত্ একটা আওয়াজ হলো। তারপর পায়ে তীব্র যন্ত্রণা। হাঁটুর কাছে লিগামেন্টে কোনও আঘাত পেয়েছি, সেটা বুঝতে পারছি। হাসপাতালে প্রাথমিক পর্যায়ের চিকিত্সা হয়েছে। এরপর এমআরআই করতে হবে। তা হলে বোঝা যাবে ঠিক কী ধরনের চিকিত্সা প্রয়োজন।''

দুর্গাপুজোর পর মুম্বই শহরে গিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। সেখানে বিভিন্ন মিটিং, কাজে ব্যস্ত পরিচালক। কিন্তু ফেসবুক স্টোরিতে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে অনিরুদ্ধ। তাঁর এক পায়ে চিকিত্সা হয়েছে। ঠিক কী কারণে এমন হলো? অনিরুদ্ধ TV9 বাংলাকে জানালেন, ”আগে পিকলবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলাম। এবার পুজোর পর মুম্বইয়ে এসে খেলতে গিয়ে হঠাত্ একটা আওয়াজ হলো। তারপর পায়ে তীব্র যন্ত্রণা। হাঁটুর কাছে লিগামেন্টে কোনও আঘাত পেয়েছি, সেটা বুঝতে পারছি। হাসপাতালে প্রাথমিক পর্যায়ের চিকিত্সা হয়েছে। এরপর এমআরআই করতে হবে। তা হলে বোঝা যাবে ঠিক কী ধরনের চিকিত্সা প্রয়োজন।”
পরিচালক ঠিক করেছেন কাল শহরে ফিরে আসবেন। এখানে বাড়িতে থেকেই বাকি চিকিত্সা চলবে। লক্ষণীয়, দুর্গাপুজোর সময়ে শহরে ছিলেন পরিচালক। টলিপাড়ার বিভিন্ন আড্ডায় দেখা গিয়েছে তাঁকে। আবার এক বন্ধুর বাড়ির বিসর্জনে দারুণ নেচেছিলেন অনিরুদ্ধ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে নজর কেড়ে নিয়েছে। দুর্গাপুজোর ছুটি কাটিয়ে মুম্বই গিয়েছেন কাজের জন্যই। হঠাত্ করে পায়ে এমন চোট পাবেন, তা ভাবতে পারেননি।
তবে পায়ে চোট পেলেও কাজে বিরতি নিচ্ছেন না পরিচালক। TV9 বাংলাকে জানালেন, মুম্বইয়ে একটা মিটিং করবেন। তারপর কলকাতায় ফিরে বাকি মিটিং করার চেষ্টা করবেন। তাঁর বন্ধুদের অনেকে চিকিত্সক। তাঁদের থেকেও পরামর্শ নেবেন, কীভাবে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেই ব্যাপারে। প্রসঙ্গত এই বছর মুম্বইয়ের পাশাপাশি অনেকটা সময় শহরে ছিলেন অনিরুদ্ধ। মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘ডিয়ার মা’। সেই ছবিতে দেখা গিয়েছেন জয়া আহসান আর শাশ্বত চট্টোপাধ্যায়কে। সেই ছবির প্রচারের কাজে অনেকটা সময় শহরে থাকতে হয়েছিল পরিচালককে। এই ছবির পর আগামী কোন ছবির কাজে হাত দেবেন, তা এখনও ঘোষণা করেননি। পায়ে চোটের জন্য কিছুটা সময় ব্যয় করতে হলেও, কাজ যে থামিয়ে রাখবেন না পরিচালক, সেই আশ্বাস দিলেন।
