আলু, ইলিশ মাছের দাম জানেন কি মেগাস্টার দেব?
এসব মজার মাঝেই দেবের তিনটে ছবির জন্য এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় দেবের ছবি আসছে ১২ বছর পর। এরপর দুর্গাপুজোতে সুপারস্টারের নতুন ছবি 'রঘু ডাকাত' আসছে। ডিসেম্বরে আবার মুক্তি পাবে 'প্রজাপতি টু' ছবিটা। ছবির প্রচারের ব্যস্ততার পাশাপাশি রাজনীতির কাজ নিয়েও ব্যস্ত থাকবেন দেব।

সামনে মুক্তি পাবে দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’। সেই কারণে মেগাস্টার দেব বেশ কিছু সাক্ষাত্কার দিচ্ছেন। একটা সাক্ষাত্কারে দেবকে প্রশ্ন করা হলো, ”আপনি তো বেশ ফুডি। বাজারে কোন জিনিসের কত দাম জানেন? আলুর কত দাম বা ইলিশ মাছের কত দাম জানেন কি?” তাতে দেব হেসে উত্তর দিয়েছেন, ”সত্যি বলতে কী আমি এগুলো জানি না। বাড়িতে বাজার করার টাকা দিয়ে দিই। এর বাইরে এগুলো নিয়ে আর কিছু জানি না।”
দেবের অনুরাগীরা এই কথা শুনে মজার সব মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ”দেবের বাবা রেস্তোরাঁ সামলাতে দক্ষ। তাঁর ছেলে হয়ে এসব আর দেবকে জানতে হবে কেন? আদরের ছেলের কাজের যা ব্যস্ততা তাতে ভালো করে খাওয়ার সময়টুকু বের করতে পারেন কিনা সংশয় আছে। বাজার করার তো কোনও প্রশ্নই নেই।” আর একজন লিখেছেন, ”বাজারের খুঁটিনাটি না জানলেও দেব নিশ্চয়ই রান্না করতে পারেন। রুক্মিণী ম্যাডাম কোনওদিন সুপারস্টারের হাতের রান্না খেতে চাইতে পারেন।”
এসব মজার মাঝেই দেবের তিনটে ছবির জন্য এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় দেবের ছবি আসছে ১২ বছর পর। এরপর দুর্গাপুজোতে সুপারস্টারের নতুন ছবি ‘রঘু ডাকাত’ আসছে। ডিসেম্বরে আবার মুক্তি পাবে ‘প্রজাপতি টু’ ছবিটা। ছবির প্রচারের ব্যস্ততার পাশাপাশি রাজনীতির কাজ নিয়েও ব্যস্ত থাকবেন দেব। আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য তাঁর দলের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।
