গুরুতর অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন সব অনুষ্ঠান?

Rachana Banerjee: আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী তথা সাংসদ। এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে অভিনেত্রী তথা সাংসদের তরফে।

গুরুতর অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন  সব অনুষ্ঠান?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 1:11 PM

আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী তথা সাংসদ। এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে অভিনেত্রী তথা সাংসদের তরফে।

তাঁর ঘনিষ্ঠ সূত্রের তরফে বলা হয়েছে , “খুব বেশি চিন্তার কিছু হয়নি। পেটের সমস্যা হয়েছিল। প্রেশার কমে গিয়েছে। কিন্তু রচনা এখন অনেকটাই সুস্থ। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।” যে কোনও পুজোর আগেই তারকাদের কাজের অনেক বেশি চাপ থাকে। কারণ, অভিনেতা-অভিনেত্রীদের পুজোর উদ্বোধন, নানা অনুষ্ঠানে যাওয়ার থাকে। তাই সেই সময় অসুস্থ হয়ে পড়লে সত্যিই খুব কঠিন অবস্থা হয়। তাই তো কালীপুজোর আগে নিজের সব কাজ বাতিল করতে হল রচনাকে। তবে কেউ যাতে তাঁর জন্য সমস্যায় না পড়েন তার জন্য আগে ভাগেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দিলেন রচনা।

গোটা বছরটাই খুব ব্যস্ততার মধ্য়ে কেটেছে রচনার। এই প্রথম বার রাজনীতির ময়দানে দেখা গিয়েছে তাঁকে। এর আগে শুধুমাত্র তাঁকে ‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে সঞ্চালিকা হিসাবেই দেখা গিয়েছিল। এখন তিনি রাজনীতিতেও সক্রিয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে যোগ দেন রচনা। নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন সময়ে নিজের বক্তব্যের জন্য সমলোচনার সম্মুখীন হতে হয় রচনাকে। যদিও কোনও কথাতেই কান দিতে রাজি নন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। তাঁর মুখে শুধুই মানুষের পাশে থাকার বুলি। তবে আপাতত তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাই রচনার অনুরাগীদের।