AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope Award 2025: TV9 বাংলা বিশেষ স্বীকৃতি সম্মানে এবার পুরস্কৃত যিশু সেনগুপ্ত

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Ghorer Bioscope Award 2025: TV9 বাংলা বিশেষ স্বীকৃতি সম্মানে এবার পুরস্কৃত যিশু সেনগুপ্ত
| Edited By: | Updated on: Dec 14, 2025 | 8:56 PM
Share

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক উজ্জ্বল নাম যিশু সেনগুপ্ত। দীর্ঘ অভিনয়জীবনে ধারাবাহিকভাবে নিজেকে ভেঙে গড়ে নিতে দেকা গিয়েছে তাঁকে। গোটা দেশে বর্তমানে তিনি নিজের অভিনয় দক্ষতায় ছাপ ফেলে চলেছেন। সিরিয়াল থেকে সিরিজ, সিনেমা, ভাল চরিত্র পেলেই তিনি আছেন। অভিনেতার কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে এবার বিশেষ সম্মান জানাল TV9 বাংলা।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক থেকে শুরু করে বাংলা ও হিন্দি সিনেমা—সব ক্ষেত্রেই যিশু সেনগুপ্ত নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। এক সময়ের টেলিভিশনের হার্টথ্রব যিশু ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দাপুটে চরিত্রাভিনেতা হিসেবে। টলিউড থেকে বলিউড তাঁর ভাল কাজে মুগ্ধ গোটা দেশ।

TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫-এ তাই বিশেষ স্বীকৃতি সম্মান দেওয়া হল যিশু সেনগুপ্তকে। বাংলা ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় স্তরে নিজের পরিচিতি তৈরি করাও তাঁর কৃতিত্বের অন্যতম দিক। এই সম্মান শুধু একজন অভিনেতাকে নয়, বরং তাঁর দীর্ঘ লড়াই, ধৈর্য ও নিষ্ঠার পথচলাকেই স্বীকৃতি ও সম্মান জানানো।

প্রসঙ্গত, তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার এক অডিটোরিয়ামে।

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে। খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ। নজর থাকুক TV9 বাংলায়।