Ghorer Bioscope Awards 2025: সিরিয়ালে এবার সেরা জুটির শিরোপা জিতলেন কারা?
রেডকার্পেট আলো করে আজ তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

শুরু হয়ে গেল তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই আজ চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা।
পর্দায় জুটি বরাবরই সকলের নজর কাড়ে। সে সিনেমা হোক কিংবা সিরিয়াল, পর্দায় নায়ক-নায়িকার রোম্যান্স অনেক ক্ষেত্রেই গল্পকে বেশ কয়েকধাপ এগিয়ে দেয়। দর্শকদের মনে সাড়া পেলা এমন জুটির অভাব ঘটেনি এবারও। TV9 বাংলায় তাই সিরিয়ালের সেরা জুটির দৌড়ে সামিল ছিল পাঁচ জুটি।
১. অপরাজিতা-সুদীপ (চিরসখা)
২. শুভলক্ষ্মী-আদৃত (গৃহপ্রবেশ)
৩. উদয়-ইশানী (পরিণীতা)
৪. জীতু-দিতিপ্রিয়া (চিরদিনই তুমি যে আমার)
৫. রিয়াজ-অনন্যা (বউচুরি)
দর্শকদের বিচারে TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা জুটির পুরস্কার জিতে নিল জি বাংলার ধারাবাহিক পরিণীতা থেকে উদয় প্রতাপ সিং- ইশানী চট্টোপাধ্যায়। মিষ্টি প্রেমের গল্পে যাঁরা সকলের মন কেড়েছে। শুরু থেকেই দর্শকদের চর্চায় ছিলেন তাঁরা। আবার বিচারকদের নির্বাচনে এবার সেরার সেরা জুটির পুরস্কার পেলেন অপরাজিতা ঘোষ- সুদীপ মুখোপাধ্যায়।
রেডকার্পেট আলো করে আজ তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।
