Ghorer Bioscope Awards 2025: ধারাবাহিকে সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার পেলেন ভরত কল
তবে ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া, এই পাঁচজনের মধ্যে থেকেই বেছে নিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ভরত কলকে। স্টার জলসার 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে দুরন্ত অভিনয়ের জন্য সেরার শিরোপা ছিনিয়ে নিলেন ভরত কল।

টিভি সিরিয়ালে কে হবে পার্শ্বচরিত্রে সেরা? কার হাতে উঠবে এবারের Tv9Bangla- ঘরের বায়োস্কোপের সেরার সম্মান? টেলিপাড়ার ৫ জন তুখড় অভিনেতাদের মধ্যে লড়াইটা সহজ ছিল না। তবে ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া, এই পাঁচজনের মধ্যে থেকেই বেছে নিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ভরত কলকে। স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে দুরন্ত অভিনয়ের জন্য সেরার শিরোপা ছিনিয়ে নিলেন ভরত কল। ভরতের লড়াই ছিল, দুই শালিক সায়ন বসু (দুই শালিক), অভ্রজিৎ চক্রবর্তী (চিরদিনই তুমি যে আমার), পরিণীতা (দ্রোণ মুখোপাধ্যায়), কৌশিক চক্রবর্তীদের (ভিডিয়ো বৌমা) সঙ্গে।
চলতি বছরের প্রথম দিকে স্টার জলসায় শুরু হয় এই ধারাবাহিক। অল্প দিনের মধ্যেই টিআরপির তালিকায় শীর্ষে উঠে গিয়েছিল ধারাবাহিক। ইন্দ্রজিৎ বসু, তৃণা বসুর জুটির পাশাপাশি খলনায়কের চরিত্রে অভিনয় করে ভরত কল হইচই ফেলে দিয়েছে বাঙালির ড্রয়িং রুমে। এবারের ঘরের বায়োস্কোপে ভরত কলের মতো অভিনেতাকে সেরা হিসেবে বেছে নিয়ে গর্বিত টিভি নাইন বাংলাও।
