লন্ডনে ‘প্রজাপতি টু’-র শুটিংয়ে মিঠুন, দেব-জ্যোতির্ময়ী, দেখে নিন প্রথম ঝলক
'প্রজাপতি টু' ছবির শুটিংয়ে লন্ডন জমজমাট। পৌঁছে গিয়েছেন প্রযোজক অতনু রায়চৌধুরী। অভিজিত্ সেনের পরিচালনায় ছবিটার শুটিং শুরু হয়ে গিয়েছে জুলাই মাসের ৫ তারিখ থেকেই। গত পাঁচ বছরে যেসব ছবি বাংলায় সবচেয়ে বেশি বাণিজ্য করতে সক্ষম হয়েছে, তার মধ্যে অন্যতম 'প্রজাপতি '। তাই সেই ছবির সিক্যোয়েল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই বছর বড়দিনে দেখা যাবে ছবিটা।

‘প্রজাপতি টু’ ছবির শুটিংয়ে লন্ডন জমজমাট। পৌঁছে গিয়েছেন প্রযোজক অতনু রায়চৌধুরী। অভিজিত্ সেনের পরিচালনায় ছবিটার শুটিং শুরু হয়ে গিয়েছে জুলাই মাসের ৫ তারিখ থেকেই। গত পাঁচ বছরে যেসব ছবি বাংলায় সবচেয়ে বেশি বাণিজ্য করতে সক্ষম হয়েছে, তার মধ্যে অন্যতম ‘প্রজাপতি ‘। তাই সেই ছবির সিক্যোয়েল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই বছর বড়দিনে দেখা যাবে ছবিটা।

এই ছবির শুটিংয়ে যাওয়ার সময়ে দেব বাবা, মা আর বোনের সঙ্গে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে যেসব ছবি পোস্ট করেছেন দেব, তা দেখে আপ্লুত অনুরাগীরা। এর আগে নায়ক ‘রঘু ডাকাত’ ছবির শুটিং করছিলেন বলে, দাড়িতে অন্য রকম দেখাচ্ছিল তাঁকে। এবার লুক পরিবর্তন করে লন্ডন থেকে নিজেরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রযোজক অতনুর সঙ্গে নায়ক দেবের রসায়ন দারুণ। লন্ডনে যে তাঁরা কাজের ফাঁকে দারুণ সময় কাটাচ্ছেন, তা বোঝা গেল TV9 বাংলার হাতে যেসব ছবি এলো, তা থেকেই।

সিনেমাপ্রেমীরা ছবির নায়িকার লুক দেখার অপেক্ষায় ছিলেন। আজকে সেই লুক সামনে এলো। দেবের সঙ্গে এই ছবিতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। তাঁকে আর আগে বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে। তাই ছবিতে কেমন দেখতে লাগছে, তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে। লন্ডনে শুটিংয়ের পর ছবিটার শুটিং হবে কলকাতায়। বড়দিনে বক্স অফিসে জোর লড়াই। চারটে বড় বিনিয়োগের বাংলা ছবি আসবে, তেমনই ঘোষণা করে দেওয়া হয়েছে। ‘প্রজাপতি টু’ দেখার জন্যও তর সইছে না টলিপাড়ার।
