Shahrukh Khan Birthday: আমি আজকে যা হয়েছি, সবটাই আমার ‘ভাই’ শাহরুখের জন্য: করণ জোহর
Karan Johar: কিং খানকে নিয়ে জড়িয়ে করণের বিরুদ্ধে কুৎসাও রটানো হয়েছে একাধিকবার। বলা হয়েছে, করণ-শাহরুখ 'গে' পার্টনার্স।
হিরো-হিরোইনের মতো অভিনেতা-পরিচালকেরও জুটি বিখ্যাত হয়েছে সিনে জগতে। সেই রকমই একটি জুটি শাহরুখ খান এবং করণ জোহরের। এই প্রথম নয়, এর আগেও শাহরুখকে নিয়ে একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েছেন করণ। কিং খানকে নিয়ে জড়িয়ে তাঁর বিরুদ্ধে কুৎসাও রটানো হয়েছে একাধিকবার। বলা হয়েছে, করণ-শাহরুখ ‘গে’ পার্টনার্স। পরবর্তীকালে এই কুৎসা শুনে নিন্দা করেছেন শাহরুখ-করণ দু’জনেই। আজ শাহরুখের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘকায় পোস্ট লিখেছেন করণ।
বলিউডের ভাইজান যদি হয়ে থাকেন সলমন খান, তা হলে করণ জোহরের কাছে ‘ভাই’ তাঁর একজনই – শাহরুখ খান। সলমন নন, শাহরুখকেই ‘ভাই’ হিসেবে মেনে নিয়েছেন পরিচালক। দীর্ঘ পোস্টে সেই ভাইয়ের সঙ্গে আলাপের ঘটনা বর্ণনা করেছেন করণ।
করণ জোহর বলেছেন, “ছবির নাম ছিল ‘করণ অর্জুন’। আমি বাবার সঙ্গে কাজের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তার আগে সিনেমার তারকাদের সম্পর্কে আমার অনেক ভ্রান্ত ধারণা ছিল। কিছু সত্যি ছিল, কিছু গুজব। সেদিন আমার শাহরুখের সঙ্গে প্রথম আলাপ হয়। কস্টিউমে ছিলেন তিনি। আমার বাবার সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেছিলেন। তাঁকে জড়িয়ে ধরেছিলেন। আমার সঙ্গেও করমর্দন করেছিলেন। আমার তৈরি না হওয়া কেরিয়ার সম্পর্কে অনেক কিছু জানতেও চেয়েছিলেন। খিচুড়ির মতো উত্তর দিয়েছিলাম আমি। সবটাই তিনি খুব মনযোগ সহকারে শুনেছিলেন। আমার মনে হয়েছিল, ‘দা ভিঞ্চি কোড’ ক্র্যাক করে ফেলেছি। এই ঘটনাটি ঘটেছিল ২৯ বছর আগে। আজ আমি তাঁকে ‘ভাই’ বলে ডাকি। এখনও তিনি আমার সব কথা অত্যন্ত মনযোগ দিয়ে শোনেন, ঠিক প্রথমদিনের মতো। আগের চেয়ে দু’চোখে আরও অনেক বেশি দয়া দেখতে পাই। এবং তাঁর ব্য়ক্তিত্ব! আমার কাছে তিনি পরিবারের চেয়েও অনেক বড় কিছু। আমার সবচেয়ে বড় সমালোচক তিনিই। এবং তিনিই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণাও। আমি আমার সারাজীবনের সমস্ত সাফল্য এই মানুষটাকে এবং আদিকে (আদিত্য চোপড়া) অর্পণ করেছি। তোমার মতো কেউ নেই ভাই। আমি তোমাকে ভালবাসি।”
View this post on Instagram
করণ জোহরের পরিচালনায় ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হো’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ। সবটাই কাল্টে পরিণত হয়েছে।