AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যর অন্তরঙ্গ ছবি ভাইরাল, আদালতে ছুটলেন অভিষেক ঘরনি!

এই বিষয়ে দিল্লি হাই কোর্টের কাছে আবেদন করে ঐশ্বর্য জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবিগুলো আসল নয়। তা এআইয়ের সাহায্যে বানানো হয়েছে। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনওভাবেই দেননি।

ঐশ্বর্যর অন্তরঙ্গ ছবি ভাইরাল, আদালতে ছুটলেন অভিষেক ঘরনি!
| Updated on: Sep 09, 2025 | 5:07 PM
Share

দেখুন কাণ্ড! এবার সোশাল মিডিয়ায় বিপাকে পড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। এআইয়ের সাহায্য়ে তৈরি ঐশ্বর্যর একাধিক অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। আর সে খবর কানে যেতেই দ্রুত আদালতে ছুটলেন জুনিয়র বচ্চন ঘরনি।

এই বিষয়ে দিল্লি হাই কোর্টের কাছে আবেদন করে ঐশ্বর্য জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবিগুলো আসল নয়। তা এআইয়ের সাহায্যে বানানো হয়েছে। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনওভাবেই দেননি। কেবল তাঁরই নয়, বর্তমানে সোশাল মিডিয়ায় যেভাবে বহু অভিনেত্রীরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলির মধ্যে , তারও প্রতিবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন করেছেন ঐশ্বর্য।

ঐশ্বর্যর অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঐশ্বর্যর আইনজীবী আদালতে সমস্ত নথি আদালতে জমা দিয়ে কোনওরকম অসৎ উদ্দেশ্যে যাতে অভিনেত্রীর ছবি ব্যবহার না করা হয় সেই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন দিল্লি হাই কোর্টে। এর আগে এমন বিপাকে পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাও। ডিপফেকের কবলে পড়ে রীতিমতো গর্জে উঠেছিলেন তিনি। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিককালে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের এআই দিয়ে বানানো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়।