AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দ্য বেঙ্গল ফাইলস’কে হারিয়ে অস্কারে ভারতের এন্ট্রি করণ জোহরের ‘হোমবাউন্ড’

২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে হোমবাউন্ড। নিরজ ঘাওয়ানের এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। দুই বন্ধুর গল্পই তুলে ধরেছে এই ছবি। ছবিতে রয়েছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেতারা।

'দ্য বেঙ্গল ফাইলস'কে হারিয়ে অস্কারে ভারতের এন্ট্রি করণ জোহরের 'হোমবাউন্ড'
| Updated on: Sep 19, 2025 | 7:09 PM
Share

শুক্রবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ বৈঠকে নানা ভাষার ভারতের ২৪ টি ছবি থেকে বেছে নেওয়া হল হোমবাউন্ডকে। যা আগামী অস্কারের দৌঁড়ে ভারতের হয়ে লড়বে। শুক্রবার খ্যাতনামা সিনে পরিচালক এন.চন্দ্র অস্কারের বিচারকদের অন্যতম। এছাড়াও এই বৈঠকে ছিলেন প্রায় ১৪ জন বোর্ড বিচারক। যাঁদের মধ্যে ছিলেন লেখক রণবীর পুষ্প, প্রযোজক সুরিন্দর সিং, লেখিকা রত্নত্তমা সেনগুপ্তর মতো ব্যক্তিত্বরা।

আর কোন ছবি ছিল তালিকায়?

তালিকায় রয়েছে অনুপম খের পরিচালিত তনভি দ্য গ্রেট, আল্লু অর্জুনের পুষ্পা ২ এবং করণ জোহরের হোমবাউন্ড, অক্ষয় কুমারের কেশরি চ্যাপ্টর ২ মতো ছবি। এছাড়়াও ছিল, সুপারবয়েজ অফ মলেগাঁও, শেথল, কানাপ্পা, পানী, গান্ধী, কুবেরা, হিউম্যানস অফ লুফ, ফুলে, বীর চন্দ্রশেখরের মতো ছবি।

কেমন ছবি হোমবাউন্ড?

২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে হোমবাউন্ড। নিরজ ঘাওয়ানের এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। দুই বন্ধুর গল্পই তুলে ধরেছে এই ছবি। ছবিতে রয়েছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেতারা।হোমবাউন্ড এর আগে ২০২৫ সালের কানস চলচ্চিত্র উৎসবে দেখান হয়। এবং টরোন্ট চলচ্চিত্র উৎসবেও পুরস্কার জিতে নিয়েছে। হোমবাউন্ড ২০২০ সালের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত, যেখানে মানব সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক স্তরবিন্যাসের মধ্য দিয়ে যে চ্যালেঞ্জ আসে, তা তুলে ধরা হয়েছে।