‘বাঁচাতে পারলাম না…’, ইনস্টাগ্রাম ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়লেন ইরফান পুত্র

একটি মৃত পাখির ছবি শেয়ার করে বাবিল জানান পাখিটি তাঁর বাড়ির বারান্দায় পড়ে গিয়েছিল। বাবিল তাঁর বাসা খোঁজার চেষ্টা করেছিলেন বহুবার। কিন্তু পাননি। তিনি জানতে পারেন শাবকটিকে তাঁর মা-ই ছেড়ে গিয়েছে।

‘বাঁচাতে পারলাম না...’, ইনস্টাগ্রাম ভিডিয়োতে কান্নায় ভেঙে পড়লেন ইরফান পুত্র
কান্নায় ভেঙে পড়লেন বাবিল।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 10:22 PM

কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল। হাজার চেষ্টা করেও পাখিকে বাঁচাতে পারলেন না তিনি। ক্ষোভ উগরে দিলেন বন্যপ্রাণী সংরক্ষণ মন্ত্রকের উপর।

একটি মৃত পাখির ছবি শেয়ার করে বাবিল জানান পাখিটি তাঁর বাড়ির বারান্দায় পড়ে গিয়েছিল। বাবিল তাঁর বাসা খোঁজার চেষ্টা করেছিলেন বহুবার। কিন্তু পাননি। তিনি জানতে পারেন শাবকটিকে তাঁর মা–ই ছেড়ে গিয়েছে। বাবিলের কথায়, “প্রায় কুড়ি বার বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করি আমি। সবাই একই কথা বলে, লোকেশন শেয়ার করুন। সকাল দশটা থেকে একের পর এক ফোন করতে থাকি, ধরতে থাকি… কিন্তু বনমন্ত্রক দফতরের কারও দেখা পাওয়া যায়নি।”

কান্নায় ভেঙে পড়ে বাবিল জানান পক্ষীশাবকটিকে বাঁচাতে পারেননি তিনি। চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে। তাঁর প্রশ্ন, ভারতবর্ষে বন্যপ্রাণ নিয়ে এত উদাসীনতা কেন? তাঁর কথায়, “এ সম্পূর্ণ অমানবিক“। বাবিলের সঙ্গে একমত পোষণ করেছেন নেটিজেনদের একাংশও। একজন লেখেন, “ভাই এরকমটাই হয়। আমারও একই অভিজ্ঞতা হয়েছে।” দিয়া মির্জা অবশ্য বাবিলকে এক ব্যক্তির নম্বর দিয়ে পরের বার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন। তবুও বাবিলের ‘ক্ষতি‘ পূরণ হবার নয়।

View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)