মন্নতের দেওয়াল ‘ছোট’, সেখানে কোন কথাগুলি লিখতে পারলেন না শাহরুখ
Shahrukh-Mannat: 'জওয়ান' ছবির বিখ্যাত সংলাপ 'বেটে কো হাত লাগানে সে পেহলে বাপসে বাত কারো' নিয়ে একটি ফ্রেম তৈরি করেছেন তিনি। সামাজিক মাধ্যমে সুমিতের পোস্ট নজরে এসেছে শাহরুখ খানেরও। বিষয়টি ভাল লেগেছে তাঁর এবং তিনি মন্তব্যও করেছেন সেই পোস্টের কমেন্ট বক্সে। এবং তারপরই মন্নত নিয়ে দুঃখপ্রকাশ শাহরুখের...

২০২৩ সালে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর সংলাপ লিখেছিলেন সুমিত আরোরা। সুমিতের বাড়ির দেওয়ালে এখন ছেয়ে রয়েছে ‘জওয়ান’ ছবির নানা সংলাপ। বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ‘জওয়ান’ ছবির বিখ্যাত সংলাপ ‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপসে বাত কারো’ নিয়ে একটি ফ্রেম তৈরি করেছেন তিনি। সামাজিক মাধ্যমে সুমিতের পোস্ট নজরে এসেছে শাহরুখ খানেরও। বিষয়টি ভাল লেগেছে তাঁর এবং তিনি মন্তব্যও করেছেন সেই পোস্টের কমেন্ট বক্সে।
শাহরুখ লিখেছেন, “সংলাপ ছিল বিরাট বড়। সেই বিরাট বিরাট সংলাপ নিজের বাড়ির দেওয়ালে লেখা সহজ বিষয় নয়। আমার মান্নতের দেওয়াল এর জন্য ছোট। দেওয়াল বড় হলে সংলাপগুলি আমি লিখে রাখতাম।”
দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমারের প্রথম বলিউড ছবি ‘জওয়ান’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। বাবা এবং ছেলে দুই চরিত্রেই দেখা যায় তাঁকে। ছবিতে শাহরুখ খানের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুন্দরী অভিনেত্রী নয়নতারা। ছবির চমক ছিলেন দীপিকা পাড়ুকোন। বাবা শাহরুখ খানের স্ত্রীর চরিত্র দেখা যায় তাঁকে। ছবিটি ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বক্স অফিসে।





