Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবস্ক্রাইবারের পিছনে ছোটেন না ‘দ্যা বং গাই’ কিরণ দত্ত, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

Kiran Dutta-The Bong Guy: লেখাপড়ায় বেশ মেধাবী কিরণ দত্ত। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ভাল রেজ়াল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তারপর সোজা চলে এসেছেন ইউটিউবার হতে। শুরুর দিকে অনেক অপেক্ষা করতে হয় তাঁকে। বললেই তো আর সাফল্য আসে না। কিরণকেও মানুষ ধীরে-ধীরে চিনেছেন। এই মুহূর্তে কিছু টলিউড তারকার চেয়েও বেশি জনপ্রিয় কিরণ।

সাবস্ক্রাইবারের পিছনে ছোটেন না 'দ্যা বং গাই' কিরণ দত্ত, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা
কিরণ দত্ত।
Follow Us:
| Updated on: Feb 02, 2024 | 10:05 AM

নম্বরের পিছনের ছোটেন না বাঙালি ইউটিউবার কিরণ দত্ত। তাঁর অনেক সাবস্ক্রাইবার চাই না। এই কথা নিজের একটি পোস্টের কমেন্ট বক্সে স্বীকার করে নিয়েছেন কিরণ নিজেই। সম্প্রতি ৪ মিলিয়ান (৪০ লাখ) সাবস্ক্রাইবার হয়েছে কিরণের ইউটিউবে। আগেই পেয়েছেন সিলভার এবং গোল্ডেন বটন। এই নতুন মাইলফলক স্পর্শের সুখবর তিনি শেয়ার করে নিয়েছেন ফেসবুকে।

কিরণ তাঁর কমেন্ট বক্সে লিখেছেন, “সত্যি বলতে আমি এখন হালকা কনফিউসড। নম্বরের পেছনে ছুটতে চাইলে শর্টস বানিয়ে অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে এবং সেটা আমি লাস্ট মাসে নিজে টেস্ট করেই দেখলাম। তবে সেটা করলে আর কয়েক বছর পর নিজেরই মনে হবে নম্বরের চক্করে ভাল লাগার কাজ করলাম না? লকডাউন অ্যানথেমের মতো সবার মনে থেকে যাওয়া কাজ করলাম না? ভিউসের চক্করে রিলেটেবল কমেডি করলাম? সত্যিই আমার ইচ্ছে নেই এভাবে বাড়ানোর। তাই ঠিক করেছি নম্বরের পেছনেই শুধু দৌড়ব না। তোমরা যেই ভালবাসা দাও, নম্বরের ঊর্ধ্বে সেই ভালবাসা আমার চাই। তাই গুণগত মান ঠিক রেখে যেভাবে এগনো যায়, এগোব।” কিরণের এই কমেন্টে লাইকের সংখ্যা ৭৭৪ (প্রতিবেদন লেখার সময় সেটা ছিল লাইকসের নম্বর)

লেখাপড়ায় বেশ মেধাবী কিরণ দত্ত। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ভাল রেজ়াল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তারপর সোজা চলে এসেছেন ইউটিউবার হতে। শুরুর দিকে অনেক অপেক্ষা করতে হয় তাঁকে। বললেই তো আর সাফল্য আসে না। কিরণকেও মানুষ ধীরে-ধীরে চিনেছেন। এই মুহূর্তে কিছু টলিউড তারকার চেয়েও বেশি জনপ্রিয় কিরণ। নিজেও অভিনয় করেছেন ছবিতে। টলিউড তারকারা তাঁর ইউটিউব চ্যানেলে এসে নিজেদের ছবির প্রোমোশন করেন। তাঁরাও কিরণের ফলোয়ার।