আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন তৃণা? যা জানালেন অভিনেত্রী
এই মুহূর্তে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃণাকে। সর্বোচ্চ টিআরপি নিয়ে এই ধারাবাহিক এখন বেঙ্গল টপার। বহু বছর ধরেই একের পর এক হিট ধারাবাহিকের নায়িকা ছিলেন তৃণা। তাই তারকার জনপ্রিয়তা দিয়ে ভোটের লড়াইয়ে জিততে হলে, তৃণা উপযুক্ত একজন হতে পারেন বলেই, টলিপাড়ার অন্দরে অনেকে মনে করেন।

শাসক দলের ঘনিষ্ঠ তিনি। অভিনেত্রী তৃণা সাহার বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন তৃণা আর নীল ভট্টাচার্যকে আশীর্বাদ করতে। বেশ কিছু সময়ে তৃণমূল কংগ্রেস আয়োজিত কিছু অনুষ্ঠানে দেখা গিয়েছে তৃণাকে। সামনের বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কে-কে ভোটের টিকিট পেতে পারেন, তা নিয়ে বিস্তর চর্চা চলছে। সেখানে তৃণার নামটা চর্চায় রয়েছে।
এর প্রধান কারণ তৃণার জনপ্রিয়তা। এই মুহূর্তে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃণাকে। সর্বোচ্চ টিআরপি নিয়ে এই ধারাবাহিক এখন বেঙ্গল টপার। বহু বছর ধরেই একের পর এক হিট ধারাবাহিকের নায়িকা ছিলেন তৃণা। তাই তারকার জনপ্রিয়তা দিয়ে ভোটের লড়াইয়ে জিততে হলে, তৃণা উপযুক্ত একজন হতে পারেন বলেই, টলিপাড়ার অন্দরে অনেকে মনে করেন।
তৃণা কী ভাবছেন আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টা নিয়ে? প্রশ্ন শুনেই নায়িকা জানিয়ে দিলেন, এরকম কিছু ভাবছেন না তিনি। তৃণার কথায়, ”আপনারাও জানেন, অনেকে মনে করেন আমি ঠিক করে কথাই বলতে পারি না। আমি সত্যি একজন স্ট্যামারার। সেটা সামলে কীভাবে অভিনয় করতে হয়, সেটা আয়ত্ত করেছি। আরও ভালো করার চেষ্টা করছি। সেখানে একটা নির্বাচনে প্রার্থী হওয়ার ভাবনা মাথায় আনার কোনও প্রশ্নই নেই।” এ কথাও ঠিক, বাংলা ধারাবাহিক আর নানাবিধ ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নিয়ে অভিনেত্রী এখন অত্যন্ত ব্যস্ত। বাংলা ধারাবাহিক আর প্রশাসনিক কাজ একসঙ্গে সামলানোর বিষয়টা সহজ নয়। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে টলিপাড়ার বেশ কিছু মুখকে যে দেখা যাবে, সেই চর্চা রয়েছে।
