‘১৯৪২ আ লাভ স্টোরি’তে মণীষা নন, কাজ করার কথা ছিল অন্য আরেক নায়িকার! তাঁকে ভেবেই গান লিখেছিলেন জাভেদ আখতার, জানেন কে এই নায়িকা?
মাধুরীর কেরিয়ারে হাজারো সুপারহিট গান রয়েছে, তবে এমন একটি কাল্ট গান তাঁর হতে পারত। এটা হয়তো অনেকের ধারণার বাইরে। তবে বলে না, কপালে যা থাকে তাই হবে। ঠিক এমনটাই ঘটল মণীশা ও মাধুরীর সঙ্গে। গান লেখা হলেও, বদলে গেলেন নায়িকা।

আশির দশক থেকে এখনও কোটি দর্শকদের মনের রানি মাধুরী দীক্ষিত। তাঁকে নিয়ে যেমন এমএফ হুসেন ‘গজগামিনী ‘ ছবি তৈরি করেছিলেন, তেমনই তিনি যে ছবিতে অভিনয় করেন, তাঁকে নিয়েই গানের কলি লেখেন কবি। মাধুরীর কেরিয়ারে হাজারো সুপারহিট গান রয়েছে, তবে এমন একটি কাল্ট গান তাঁর হতে পারত। এটা হয়তো অনেকের ধারণার বাইরে। তবে বলে না, কপালে যা থাকে তাই হবে। ঠিক এমনটাই ঘটল মণীশা ও মাধুরীর সঙ্গে। গান লেখা হলেও, বদলে গেলেন নায়িকা।
সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত ও কবি লেখক জাভেদ আখতর। সেই অনুষ্ঠানের মঞ্চেই কবি লেখা জাভেদ আখতার জানান, ১৯৪২ আ লাভস্টোরি সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল মাধুরী দীক্ষিতের। সেই মতোই তাঁকে ভেবে তিনি বিখ্যাত সেই গানের কলি লেখেন, ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা…’.। কিন্তু গানটি লেখা হয়ে গেলেও, ছবিটি শেষমেশ করতে পারেননি মাধুরী। ১৯৪২ আ লাভস্টোরি ছবি ছেড়ে যাওয়ায় মাধুরীর জায়গায় আসেন মণীষা কৈরালা।
তবে যেহেতু হিরোইন আগে ছিলেন মাধুরী। লেখক কবি জাভেদ, জানান, তিনি সেই গানের কথা লিখেছিলেন মাধুরীর রূপের কথা ভেবে। । যদিও এই ছবি সুপারহিট হয়, এই ছবিতে মাধুরী থাকলে অবশ্যই এই গানটিতেও মাধুরীর নাম থাকত। তবে এই গানটি মণীষার ভাগ্যেই ছিল, তাই মাধুরীরকে ভেবে লিখলেও গানের কথার সঙ্গে মানিয়ে যায় মণীষার সৌন্দর্য্য।
