‘দুর্গামতী’ অরিজিনাল ছবির থেকে বেশি ভাল হয়েছে: যিশু
‘দুর্গামতী’ রিমেক ছবি। দক্ষিণী ছবি ‘ভাগমতী’র হিন্দি রিমেক। এবং সে কারণেই দু’ছবির মধ্যে তুলনা করা হচ্ছে। তুলনা ঘিরে তুলকালাম হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগে রিলিজ হল ভূমি পেডনেকর অভিনীত ‘দুর্গামতী’ ছবির ট্রেলার। অক্ষয় কুমার প্রযোজিত এই ছবিতে ভূমির চরিত্র কিন্তু বেশ নজর কেড়েছে। কিন্তু অন্য দিকে ‘দুর্গামতী’ ট্রেলার দেকে অখুশিও হয়েছেন দর্শকের একাংশ।
কারণ?
কারণ ‘দুর্গামতী’ রিমেক ছবি। দক্ষিণী ছবি ‘ভাগমতী’র হিন্দি রিমেক। এবং সে কারণেই দু’ছবির মধ্যে তুলনা করা হচ্ছে। তুলনা ঘিরে তুলকালাম হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী ছবির অনুরাগীদের মতে অনুষ্কা যেভাবে চরিত্রকে ফুটিয়ে তুলতে পারেননি, ভূমি পেডনেকর তা পারেননি। এ ছবি দর্শককে ঠকাবে বলে দাবি তাঁদের।
যিশু সেনগুপ্ত ‘দুর্গামতী’ তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এক সাক্ষাৎকারে যিশু বলেন, “নির্মাতারা দুর্গামতীর রিমেকে প্রচুর পরিবর্তন করেছে। এ ছবি অরিজিনালের থেকে অনেক বেশি ভাল।“
যিশু এও বলেছেন, “দু’টো ছবির তুলনা হওয়াটাই স্বাভাবিক। রিমেক হোক বা অরিজিনাল ছবি, রিলিজের আগে এমন অনেক মন্তব্য এবং তুলনা করা হয়। আমি জানি না কীভাবে দর্শক ছবি রিলিজের আগে সব জানতে পেরে যায়। ট্রেলার দেখার পরেই তারা সব বুঝে ফেলে। এটাই বোধ হয় সোশ্যাল মিডিয়া পাওয়ার।”
আরও পড়ুন: ক্রিসমাসের প্রস্তুতিতে এখন থেকেই মেতেছেন ঋতাভরী ‘সান্তা’ চক্রবর্তী
View this post on Instagram
এখানেই থামেননি যিশু, “তবে দর্শককে ছবিটি দেখতে হবে, দেখার পরে দর্শক বুঝতে পারবেন। আমি সব তো বলতে পারছি না তবে যা আমি বুঝেছি, তা হল হ্যাঁ এটি রিমেক ছবি তবে তাতেও যে সকল ছোট ছোট পরিবর্তন হয়েছে যা ‘ভাগমতি’কে আরও উন্নত মানের করে তুলেছে।”