‘জীতুর জন্য আমাদের সমস্যা হয়ে গিয়েছে…’, কেন বললেন যীশু সেনগুপ্ত?
'গৃহপ্রবেশ' ছবির চিত্রনাট্য এক সময়ে গিয়েছিল অভিনেতা যীশু সেনগুপ্তর কাছে। তিনি সেই চরিত্র করতে পারেননি। ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর জীতু কমলকে। সম্প্রতি এই ছবি বিশেষ স্ক্রিনিংয়ে এলেন নায়ক যীশু সেনগুপ্ত। এই মুহূর্তে শহরে রয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহো গৌরাঙ্গের নাম রে' ছবির শুটিং করছেন। যীশু ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে জানালেন, তাঁর একটা চরিত্র করার কথা ছিল। তবে সেই চরিত্রটি পরে রাখা হয়নি এই ছবিতে।

‘গৃহপ্রবেশ’ ছবির চিত্রনাট্য এক সময়ে গিয়েছিল অভিনেতা যীশু সেনগুপ্তর কাছে। তিনি সেই চরিত্র করতে পারেননি। ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর জীতু কমলকে। সম্প্রতি এই ছবি বিশেষ স্ক্রিনিংয়ে এলেন নায়ক যীশু সেনগুপ্ত। এই মুহূর্তে শহরে রয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং করছেন। যীশু ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে জানালেন, তাঁর একটা চরিত্র করার কথা ছিল। তবে সেই চরিত্রটি পরে রাখা হয়নি এই ছবিতে। জীতু যে চরিত্র করেছেন ছবিটায়, সেই চরিত্র যীশুর করার কথা ছিল না।
এরপর জীতুর কাজ নিয়ে বেশ কিছু কথা বলেন যীশু। তাঁর কথায়, ”জীতু খুব ভালো কাজ করেছে। জীতু যেভাবে বেছে-বেছে ছবি করছে, যে ডেডিকেশন নিয়ে ছবি করছে, আমাদের প্রবলেম হয়ে গিয়েছে। আমাদের এবার ভেবে কাজ করতে হবে! এটা আমি মজা করে বললেও, জীতু মধ্যে কাজের প্রতি ডেডিকেশন নিয়ে যে কথাটা বললাম, সেটা ভীষণই সিরিয়াসভাবে বললাম। জীতুর মধ্যে একজন নায়ক হওয়ার ক্ষমতা আছে। ও বহুদূর যাবে বলে আমি মনে করি। বাংলা ছবিতে একজন নায়ক বাড়লে, বাংলা ছবির পরিধি বড় হবে। তাতে আমরা সকলে মিলেই একসঙ্গে গ্রো করতে পারব।”
লক্ষণীয় এই ছবি উত্সর্গ করা হয়েছে পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। ঋতুপর্ণর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন যীশু। এদিন নায়ক বলেন, ”আমি মনে করি ঋতুদা কোথাও আছেন।” জীতুর মতোই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাজ নিয়ে মুগ্ধ যীশু।
