AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলে-মেয়েকে মেকআপ আর্টিস্ট করবেন করণ জোহর? কেন এমন সিদ্ধান্ত?

প্রযোজক-পরিচালক করণ জোহরের দুই সন্তান যশ আর রুহি। তারকাদের অনকে সময়ে প্রশ্ন করা হয়, সন্তানরা বড় হয়ে কী হবে, এই ব্যাপারে কোনও স্বপ্ন আছে কিনা। এবার করণ জোহর এই প্রশ্নের যা উত্তর দিলেন, তা শুনে অবাক নেটপাড়া। করণ বলেছেন, আজকাল মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্টরা যে পরিমাণ টাকা রোজগার করছেন, তাতে তিনি চান তাঁর দুই সন্তান মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্ট হোক।

ছেলে-মেয়েকে মেকআপ আর্টিস্ট করবেন করণ জোহর? কেন এমন সিদ্ধান্ত?
| Edited By: | Updated on: Oct 06, 2025 | 12:45 PM
Share

প্রযোজক-পরিচালক করণ জোহরের দুই সন্তান যশ আর রুহি। তারকাদের অনকে সময়ে প্রশ্ন করা হয়, সন্তানরা বড় হয়ে কী হবে, এই ব্যাপারে কোনও স্বপ্ন আছে কিনা। এবার করণ জোহর এই প্রশ্নের যা উত্তর দিলেন, তা শুনে অবাক নেটপাড়া। করণ বলেছেন, আজকাল মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্টরা যে পরিমাণ টাকা রোজগার করছেন, তাতে তিনি চান তাঁর দুই সন্তান মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্ট হোক।

বলিউডের একটা চিত্র তুলে ধরেছেন করণ। করণের কথায়, ”আমি এটাই বিশ্বাস করি যে, আমাদের নির্দিষ্ট বাজেট আছে সব কিছুর জন্য। কারণ আমরা ব্যবসায়ী। যদি নায়ক-নায়িকারা টিমে আরও বেশি লোক চান, তা হলে তাঁদের খরচের পরিমাণ নিজেদের বহন করা উচিত। তাঁদের দায়িত্বই হলো, দেখতে ভালো লাগতে হবে! কিছু নায়ক-নায়িকাকে আমরা এখন বাজেট বলে দিই। তারপর বলি, এরচেয়ে বেশি বাজেট দরকার হলে, নিজেদের পকেট থেকে খরচ করতে। ৬ থেকে ৮জন লোক কেন একজনের সঙ্গে ট্র্যাভেল করে?” নায়ক-নায়িকাদের মেকআপ আর্টিস্ট-হেয়ার স্টাইলিস্টের চাহিদায় করণ যে বেশ বিরক্ত, সেটা বোঝা গেল।

করণ এর সঙ্গে যোগ করেছেন, কোনও নির্দিষ্ট বায়োপিক হলে, যে চেহারার প্রয়োজন হয়, তার জন্য একজন প্রযোজক বিনিয়োগ করতেই পারেন। কিন্তু এমনি ছবির ক্ষেত্রে দেখতে ভালো লাগার জন্য যা যা করণীয়, সেই ব্যাপারে নায়ক-নায়িকাদেরই উদ্যোগ নেওয়া উচিত। করণের এই কথা থেকেই স্পষ্ট বলিউডের তারকাদের বাড়তি চাহিদা, তাঁকে সমস্যার মুখে ফেলছে।

করণের এমন মন্তব্য দেখে নেটিজেনরা নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, ”বলিউডে হিটের সংখ্যা ক্রমশ কমছে। তার মধ্যে নায়ক-নায়িকাদের হাজার বায়নাক্কা। প্রযোজকদের কথা শুনে বোঝা যাচ্ছে, তাঁরা আর এসব বায়না শুনতে প্রস্তুত নন।” করণ জোহর যে কথাটা স্পষ্টভাবে বলেছেন, সেটা অনেকে বলেন না। কিন্তু বলিউডের অন্য প্রযোজকরাও এভাবেই ভাবতে শুরু করেছেন, তা একপ্রকার পরিষ্কার হয়ে গেল।