উত্তমের থেকে কি সৌমিত্র বড় অভিনেতা? এর উত্তরে কী বললেন মাধবী?
উত্তমের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই অভিনয় করেছেন মাধবী। ছন্দবেশী, থানা থেকে আসছি, অগ্নীশ্বর, শঙ্খবেলা, যার মধ্যে উল্লেখযোগ্য। অন্যদিকে, সৌমিত্রর সঙ্গে জুটি বেঁধে সত্যজিৎ রায়ের ছবিতে সুপারহিট মাধবী। যার মধ্যে চারুলতা তো কালজয়ী ছবি।

বরাবরই উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তর্ক চলে বাঙালিদের মধ্য়ে। কে বড় অভিনেতা, সেই তড়জায় ভাগ হয়ে যায় অনুরাগীরা। তবে দর্শককুলে তর্ক চললেও, এই বিভেদ করতে নারাজ উত্তম-সৌমিত্রর হিট নায়িকা মাধবী মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে মাধবী মন খুলে জানিয়ে ছিলেন, তাঁর কাছে কে বড় অভিনেতা, উত্তম নাকি সৌমিত্র!
উত্তমের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই অভিনয় করেছেন মাধবী। ছন্দবেশী, থানা থেকে আসছি, অগ্নীশ্বর, শঙ্খবেলা, যার মধ্যে উল্লেখযোগ্য। অন্যদিকে, সৌমিত্রর সঙ্গে জুটি বেঁধে সত্যজিৎ রায়ের ছবিতে সুপারহিট মাধবী। যার মধ্যে চারুলতা তো কালজয়ী ছবি। উত্তম-সৌমিত্র দুজনকেই কাছ থেকে দেখেছেন মাধবী। সিনেমার বাইরেও, এই দুই নায়কের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল তাঁর।
বেশ কয়েক বছর আগে মাধবীকে প্রশ্ন করা হয়, উত্তমের অনুরাগীরা মনে করেন, উত্তমই সেরা অভিনেতা, সৌমিত্র নয়, আর ঠিক এর উল্টোটা ভাবেন সৌমিত্র ভক্তরা। আপনার কাছে কে বড় অভিনেতা?
উত্তম-সৌমিত্রকে নিয়ে বলতে গিয়ে, মাধবী জানান, তাঁরা সূর্য ও চন্দ্র। এদের মধ্য়ে কোনও তফাৎ নেই। দুজনের চেহারা আলাদা, অভিনয় স্টাইল আলাদা, তাই তুলনা হয় না। আসলে উত্তম ও সৌমিত্রকে নিয়ে তর্ক না করে তাঁদের অভিনীত ছবিগুলোকে সংরক্ষণ করা উচিত। সেগুলোই সিনেমার শিক্ষায় কাজে আসবে। তাঁরা দুজনেই এতটা ভাল অভিনয় করতেন যে, দুজনেই আজও তাঁদের অভিনয়ের মধ্যে দিয়ে বেঁচে রয়েছেন। তাই উত্তম-সৌমিত্রর মধ্য়ে কে বড় অভিনেতা, সে তর্ক অনর্থক।
