প্রকাশ ঝাঁয়ের হিন্দি ছবিতে এবার বাঙালি নায়িকা মালবিকা বন্দ্যোপাধ্যায়, কোন চমক অপেক্ষায়?
২০১৮ সাল থেকে বলিউডের হিন্দি গানের জগতে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। আশা করাই যায় প্রকাশ ঝাঁ এর 'জনাদেশ' আরও একটি সফল রাজনৈতিক ছবি হতে চলেছে। বেশকিছু বছর পর এই পরিচালকের ছবি বড় পর্দায় মুক্তি পাবে। এখন দেখার এই ছবির মাধ্যমে মালবিকা বন্দ্যোপাধ্যায় বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা কতটা মজবুত করতে পারে।

বাংলা ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রী বেশকিছু বছর ধরে বলিউডমুখী। শুধুই কি অর্থ! নাকি প্যান ইন্ডিয়ার পরিচিতি পেতে বলিপাড়ায় নাম লেখাচ্ছেন একের পর এক বাঙালি অভিনেতারা। তবে বেশির ভাগই দেখা যায় সিনেমার থেকে সিরিজে কাজের সুযোগ পাচ্ছেন টলিপাড়ার অভিনেতারা। সম্প্রতি টলিপাড়ার আরও এক অভিনেত্রীকে দেখা গেল বলিউডের নাম করা পরিচালক প্রকাশ ঝা-এর সঙ্গে নতুন হিন্দি ছবির শুট শেষ করলেন।
টলিপাড়ার এই অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা, ওড়িশার পর হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর স্যোশাল মিডিয়ার পোস্ট থেকে জানা যাচ্ছে প্রকাশ ঝাঁ-এর আগামী ছবি ‘জনাদেশ’ এর কাজ শেষ করেছেন তিনি। অগস্ট মাসের থেকে শুট চলছিল। এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে TV9 বাংলাকে তিনি বলেন, একটি কাজ তিনি শেষ করেছেন, খুব বড় ছবি এটি তবে এখানই এই ছবির খুটিনাটি নিয়ে কিছু বলতে পারবেন না। তবে বলিউডের বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, ‘আশ্রম’-এর মতো সফল সিরিজের পর আবার বড় পর্দায় ফিরছেন প্রকাশ ঝাঁ। এমনিতে সামাজিক ও রাজনৈতিক ছবি করার জন্যই বিখ্যাত প্রকাশ ঝাঁ। গঙ্গাজল, রাজনীতি , অপহরণ মতো রাজনৈতিক ছবি বক্স অফিসেও সফল। ‘জনাদেশ ‘ ছবিটি উত্তর প্রদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছবির গল্প তৈরি হয়েছে। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মালবিকা। যদিও ছবিতে কোনও বাঙালি চরিত্র নয়, উত্তর ভারতীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
বলা বাহুল্য এই চরিত্র মালবিকার কেরিয়ারে নতুন দিক নির্দেশ করবে। যদিও বেশকিছু বছর ধরেই মালবিকা মুম্বই নিবাসী। বেশকিছু ভিডিয়ো অ্যালবাম রয়েছে তাঁর, এম জি নামেই প্রায় আটটি মিউজিক ভিডিয়োতে নিজে গান ও অভিনয় করেছেন। তাঁর শেষ গানের অ্যালবামে ব়্যাপার হিসেবে দেখা যায় তাঁকে। ওড়িয়া ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত মুখ মালবিকা, ওড়িয়া ভাষার ‘মাতে বহু কারি নেই যা, ‘দেলে বহু কারি নেই যা’ মতো সুপারহিট ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। বাংলায় চোরাবালি, সাদা ক্যানভাস, কাঠমুন্ডু মিস্টারভাদুরি-সহ এক গুচ্ছ বাংলা ছবিতে কাজ করে ফেলেছেন।
২০১৮ সাল থেকে বলিউডের হিন্দি গানের জগতে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। আশা করাই যায় প্রকাশ ঝাঁ এর ‘জনাদেশ’ আরও একটি সফল রাজনৈতিক ছবি হতে চলেছে। বেশকিছু বছর পর এই পরিচালকের ছবি বড় পর্দায় মুক্তি পাবে। এখন দেখার এই ছবির মাধ্যমে মালবিকা বন্দ্যোপাধ্যায় বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা কতটা মজবুত করতে পারে।
