Osman Hadi: গুলিবিদ্ধ ওসমানের মৃ্ত্যু, ফের ফুঁসে উঠল বাংলাদেশ
Osman Hadi Dies: এর আগেই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ওসমান হাদির শারীরিক অবস্থা ঠিক কতটা সঙ্কটজনক। শেষের দিকে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আওয়ামি লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে ওসমান আলোচনায় উঠে এসেছিলেন।
বাংলাদেশ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি প্রয়াত। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুরের ওই হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশি সংবাদপত্র ‘প্রথম আলো’ ওসমানের মৃত্যুর খবরটি জানান। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।
এর আগেই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ওসমান হাদির শারীরিক অবস্থা ঠিক কতটা সঙ্কটজনক। শেষের দিকে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আওয়ামি লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে ওসমান আলোচনায় উঠে এসেছিলেন।
গত ১২ ডিসেম্বর নমাজ পাঠের পর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় ফিরছিলেন ওসমান হাদি। তাঁর সঙ্গে ছিলেন এক ব্যক্তি। ফকিরাপুলের দিক থেকে পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, তখনই তাঁদের বাইকে অনুসরণ করছিলেন এক ব্যক্তি। দুপুর ২টা ২৪ মিনিটে চলন্ত রিকশায় বসে থাকা ওসমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মুহূর্তের মধ্যে বাইক নিয়ে পালিয়ে যায় আততায়ী। গুলি একবারে মাথার ডান পাশ থেকে ফুঁড়ে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থায় অবনতি হওয়ায় সিঙ্গাপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ‘লাইফ সাপোর্টে’ রাখা হয় ওসমানকে।
ওসমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে অশান্ত বাংলাদেশ। গ্রামীণ ব্যাঙ্কের কয়েকটি শাখায় হামলার খবর মিলছে, যমুনা ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে চলছে বিক্ষোভ।
