‘বাবার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছিল লতা-আশা!’ বিস্ফোরক মহম্মদ রফির পুত্র
লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং মহম্মদ রফি। আর বিতর্কের সূত্রপাত আশা ভোঁসলের এক মন্তব্য থেকে। আশার মন্তব্যের বিরুদ্ধেই এবার মুখ খুললেন মহম্মদ রফিপ পুত্র শাহিদ।

বেশ কয়েকদিন ধরেই বলিপাড়ায় নতুন বিতর্কতের সূত্রপাত। বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারতীয় সঙ্গীতজগতের তিন কিংবদন্তি। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং মহম্মদ রফি। আর বিতর্কের সূত্রপাত আশা ভোঁসলের এক মন্তব্য থেকে। আশার মন্তব্যের বিরুদ্ধেই এবার মুখ খুললেন মহম্মদ রফিপ পুত্র শাহিদ।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি একটি রিয়ালিটি শোয়ে মহম্মদ রফির প্রসঙ্গ উঠতেই আশা জানান, ” উঁচু স্কেলে গাইতে গেলে সমস্যা হত রফির। আমার আর লতার কাছে সেকথা বলেছিলেন রফি।” আশার এই মন্তব্যকে টেনেই সম্প্রতি মহম্মদ রফির পুত্র শাহিদ বললেন, ”বাবাকে ওরা হিংসা করে। ওরাঁ দুজনেই চাইতেন বাবা যেন ওঁদের থেকে পিছিয়ে পড়েন। শ্রোতাদের কাছে রফিই ছিল এক নম্বর। সেটা লতা ও আশা সহ্য করতে পারত না। তাই নানা উপায়ে বাবাক কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন। আমি লতা ও আশার মুখের উপর এসব বলতে পারি। আমার কোনও সমস্যা নেই। ওরা আমার বাবার জীবনকে ঘেঁটে দিয়েছিল।”
শাহিদ জানান, লতা মঙ্গেশকরকে একসময় আমি বলেছিলাম, ”আপনি একজন অভিজ্ঞ মানুষ। একটু লজ্জা করুন। বয়স হয়েছে তো আপনার। এই সব বলবেন না। ঈশ্বর সব দেখছেন। আমার বাবার বিষয়ে, যে যা খুশি বলবেন, আমি সহ্য করব না। এর উত্তর দেবই।”
