পুলিশি হেফাজতে আলিয়া, দিদি নার্গিস ইনস্টাগ্রামে পোস্ট করে কী লিখলেন?

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি। প্রাক্তন প্রেমিককে খুনের অপরাধে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ নিউইয়র্কের, কুইনসে ৪৩ বছরের আলিয়া ফাকরি তাঁর প্রেমিকের গ্যারেজে আগুন লাগিয়ে দেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ বছরের এডওয়ার্ড জ্যাকবস ও ৩৩ বছরের আনাস্তাসিয়া ইটিনের।

পুলিশি হেফাজতে আলিয়া, দিদি নার্গিস ইনস্টাগ্রামে পোস্ট করে কী লিখলেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 6:17 PM

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি। প্রাক্তন প্রেমিককে খুনের অপরাধে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ নিউইয়র্কের, কুইনসে ৪৩ বছরের আলিয়া ফাকরি তাঁর প্রেমিকের গ্যারেজে আগুন লাগিয়ে দেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ বছরের এডওয়ার্ড জ্যাকবস ও ৩৩ বছরের আনাস্তাসিয়া ইটিনের। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও নীরব নার্গিস। অনেকেই ভেবেছিলেন বোনের এই দিনে নিশ্চয়ই কিছু বলবেন অভিনেত্রী। বোন আলিয়ার কোনও শব্দ খরচ না করলেও নিজের ছবির প্রচার করতে পিছু পা নন নায়িকা। এত বিতর্কের মাঝেও নিজের আগামী ছবির ঝলক পোস্ট করেছেন নার্গিস। তাতেই অবাক হয়েছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, “বোনের এই বিপদের দিনে নিজের কাজকেই গুরুত্ব দিচ্ছেন!” আবার কেউ লিখেছেন, “আপনি এত স্বার্থপর কেন?”

উল্লেখ্য, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ কোর্টে জানা একজন প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন ২ নভেম্বর ভোরবেলা ওই গ্যারেজের সামনে গিয়ে চিৎকার করে জ্যাকবসের উদ্দেশ্যে বলেন, “তোমরা সবাই আজ মরবে।” যখন আগুন লাগে তখন দোতলায় ঘরে ঘুমোচ্ছিলেন জ্যাকবস। আনাস্তাসিয়া নীচে এসে সেই ঘটনা দেখেই ছুটে যান উপরে, জ্যাকবসকে বাঁচাতে। কিন্তু ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই। কাটজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অতিরিক্ত ধোঁয়ার ফলে শ্বাসরোধ হয়ে ও পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে দুজনের। আলিয়া ফাকরির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রীতে খুনের চারটি মামলা এবং দ্বিতীয় ডিগ্রীতে চারটি খুনের অভিযোগ আনা হয়েছে। গ্র্যান্ড জুরি দ্বারাও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে আলিয়ার বিরুদ্ধে। যদি আলিয়া শীর্ষ অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গিয়েছে। আদালত আলিয়াকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি ঠিক করা হয়েছে।

ঘটনাটিতে একজন প্রতক্ষ্যদর্শী জানান, হঠাৎ এক পোড়া পোড়া গন্ধ পান তিনি। তারপরেই দেখেন সিঁড়িতে আগুন জ্বলছে। বাঁচতে হলে তাঁদের আগুনের উপর থেকে ঝাঁপাতে হত। ইটিন তাঁর সঙ্গে প্রথমে বেরিয়ে আসলেও জ্যাকবসকে বাঁচাতে আবার ফিরে যান। শেষে দুজনেই মারা যান।

জ্যাকবসের মা নিউইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমকে জানান, প্রায় এক বছর আগে আলিয়া ফাকরির সঙ্গে ব্রেক আপ হয় জ্যাকবসের। কিন্তু সেই প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি আলিয়া। জ্যাকবস পেশায় একজন প্লাম্বার, গ্যারেজটিকে অ্যাপার্টমেন্টে রূপান্তরের কাজ চলছিল সেই সময়। যদিও বলি অভিনেত্রী নার্গিস ফাকরি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। যদিও আলিয়া ও নার্গিসের মা বলেন আলিয়া কাউকে হত্যা করতে পারে, বিশ্বাস করতে পারছেন না। আলিয়া সব সময় অপরকে সাহায্য করার চেষ্টা করে। প্রসঙ্গত, বলিউডে একাধিক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস ফাকরি। রণবীর কাপুর থেকে বরুণ ধাওয়ান, কাজ করেছেন একাধিক প্রথম সারির অভিনেতার সঙ্গেও।