অবশেষে ঘরে ফিরলেন নাতাশা, ছবি শেয়ার করে বললেন, ‘আমার মিষ্টি…’
নাতাশা স্তানকোভিচকে নিয়ে আলোচনার শেষ নেই। হার্দিক পান্ডিয়ার সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে চলছে বিস্তর চর্চা। কিছু দিন আগেই নাতাশা পোস্ট করেছিলেন অকারণে মানুষকে বিচার করা নিয়ে। এবার করলেন আরও এক পোস্ট। সেই পোস্টে ঘরে ফেরার গান।
নাতাশা স্তানকোভিচকে নিয়ে আলোচনার শেষ নেই। হার্দিক পান্ডিয়ার সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে চলছে বিস্তর চর্চা। কিছু দিন আগেই নাতাশা পোস্ট করেছিলেন অকারণে মানুষকে বিচার করা নিয়ে। এবার করলেন আরও এক পোস্ট। সেই পোস্টে ঘরে ফেরার গান। রয়েছে শান্তির আশ্রয়ের খোঁজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন নাতাশা যে ভারত ছাড়ছেন সে খবর আগেই মিলেছিল। নিজেই জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল নিজের দেশ সার্বিয়ার ফিরছেন তিনি। সেখানে পৌঁছে এল তাঁর প্রথম পোস্ট। বাড়ি থেকে ছবি দিয়ে লিখলেন, “আমার মিষ্টি বাড়িটা”। শুধু তাই নয়, ছেলের ছবিও শেয়ার করেছেন তিনি। জুলাই মাস তাঁর বড় কাছের। এই মাসেই তাঁর ছেলের জন্মমাসও বটে। নাতাশার এই ট্রিপে সঙ্গী হয়েছে তাঁর একরত্তি। সঙ্গে নেই হার্দিক। প্রশ্ন উঠছে, তবে কি ছেলের জন্মদিন স্বামীকে ছাড়াই সেই সুদূর সার্বিয়াতে উদযাপন করবেন তিনি? ইঙ্গিত কিন্তু তেমনটাই।
না, এখনও পর্যন্ত অফিসিয়ালি বিবাহবিচ্ছেদের কথা জানাননি হার্দিক বা নাতাশা কেউই। তবে সম্পর্ক যে আর আগের মতো নেই, সে ইঙ্গিত এতদিনে সকলেই পেয়ে গিয়েছেন। কিছু দিন আগেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ছিলেন হার্দিক। সেখানে চুটিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। তবে ওই বিয়েতে কোথাও দেখা যায়নি নাতাশার উপস্থিতি। এখানেই শেষ নয়, হার্দিকেরা বিশ্বজয় করে ফেরার পর গোটা দেশ তাঁদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা বর্ষণ করলেও হার্দিকের জন্য নাতাশার তরফে আসেনি একটি পোস্টও। অবাক হন ভক্তরা। মন ভাঙে তাঁদের।
এ সবের মধ্যেই নাতাশার সার্বিয়া যাওয়া কি নেহাতই অফিসিয়াল ঘোষণার অপেক্ষা? চলছে জল্পনা। তবে ঘরে ফিরে খুশি নাতাশা। হাজার হোক, ‘হোম সুইট হোম’।