আচমকাই ‘নিলামে’ করিশ্মা, কিছু বোঝার আগেই ভয়ানক হয়ে ওঠে রাত
এক সাক্ষাৎকার আজও নেট দুনিয়ায় মাঝে মধ্যে ভাইরাল হয়ে ওঠে। সে সময় ঝড়ের গতীতে ছড়িয়ে পড়েছিল করিশ্মার ভয়ানক অভিজ্ঞতার কথা। বিয়ের পর অভিশপ্ত হানিমুন। আর পাঁচ জনের মতো করিশ্মাও সেই ট্রিপ নিয়ে দেখেছিলেন অনেক স্বপ্ন। কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন।

করিশ্মা কাপুর, অজয় দেবগণ থেকে শুরু করে অভিষেক বচ্চন, কেরিয়ারে একাধিক স্টারের সঙ্গে নাম জড়িয়েছিল যে নায়িকার, তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সঞ্জয় কাপুরকে। আর সেই বিয়ের পরিণতি যে ভয়ানক হয়েছিল, তা আর কারও জানার বাকি নেই। তবে বৈবাহিক জীবনে সমস্যা অনেকের জীবনেই দেখা যায়। মতের অমিল বা অন্যান্য সমস্যা মাঝে মধ্যেই দেখা যায়, কিন্তু তা বলে সঞ্জয় কাপুরের নামে এ কী বলেছিলেন করিশ্মা?
অতীতের এক সাক্ষাৎকার আজও নেট দুনিয়ায় মাঝে মধ্যে ভাইরাল হয়ে ওঠে। সে সময় ঝড়ের গতীতে ছড়িয়ে পড়েছিল করিশ্মার ভয়ানক অভিজ্ঞতার কথা। বিয়ের পর অভিশপ্ত হানিমুন। আর পাঁচ জনের মতো করিশ্মাও সেই ট্রিপ নিয়ে দেখেছিলেন অনেক স্বপ্ন। কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ একটাই, সেই রাতে ভয়ানক প্রস্তাব আসে অভিনেত্রীর কাছে। সেখানে উপস্থিত সঞ্জয়ের কিছু বন্ধুদের সামনে একপ্রকার নিলামে তোলা হয় করিশ্মাকে! এমনই দাবি করেন নায়িকা। শোনা মাত্র সাফ মানা করে দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে ঘটে বিপত্তি।
সকলের সামনেই করিশ্মার গায়ে হাত তোলেন সঞ্জয়। কারণ ততক্ষণে তাঁর এক বন্ধুকে করিশ্মার জন্য মোটা অঙ্কের টাকাও হেঁকে দিয়েছিলেন। বিয়ের কিছুদিনের মধ্যেই করিশ্মার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন সঞ্জয়। প্রথমটায় সবটা সহ্য করে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন করিশ্মা কাপুর। কিন্তু কোথাও গিয়ে যেন শেষ চেষ্টা করেও তিনি সংসার করতে পারেননি। অবশেষে সঞ্জয়কে ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সব সত্যি সকলের সামেন নিয়ে আসেন। আজ সঞ্জয় প্রয়াত। করিশ্মাও শেষ কাজে ছুটে গিয়েছিলেন প্রাক্তন শ্বশুরবাড়িতে। তবুও সেই ভয়ানক রাতের ঘটনা ভোলেননি নায়িকার অনুরাগীরা।
