Sourav Das Trolls: এখনও পর্যন্ত দর্শনার আমাকে ‘ফালতু’ লাগেনি, তাই আমাকে বিয়ে করছে সে: সৌরভ দাস

Sourav Das-Darshana Banik Marriage: দিন কয়েক আগে এক অনুষ্ঠানে ফুচকা খেতে দেখা যায় সৌরভ-দর্শনাকে। সেই ভিডিয়ো রিল আকারে দর্শনা পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। তাতেই ধেয়ে এসেছে মন্তব্য। দর্শনার এক ভক্ত লিখেছিলেন, সৌরভ অত্যন্ত ফালতু ছেলে, তাঁকে যেন দর্শনা কিছুতেই বিয়ে না করেন। সৌরভকে দর্শনার সঙ্গে মানায় না, এমন কথাও লিখেছিলেন সেই অনুরাগী।

Sourav Das Trolls: এখনও পর্যন্ত দর্শনার আমাকে 'ফালতু' লাগেনি, তাই আমাকে বিয়ে করছে সে: সৌরভ দাস
সৌরভ দাস এবং দর্শনা বণিক।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 1:05 PM

কিছুদিন আগে জানা যায়, অভিনেত্রী দর্শনা বণিককে বিয়ে করবেন ‘মন্টু পাইলট’ খ্য়াত অভিনেতা সৌরভ দাস। আগামী ১৫ ডিসেম্বর ঠিক হয়েছে বিয়ের তারিখ। দুই বাড়ির তৎপরতায় জমিয়ে চলছে বিয়ের আয়োজন। পূর্বেই সৌরভ-দর্শনার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই বিয়ে যে শেষমেশ পিঁড়ি পর্যন্ত পৌঁছবে বুদ্ধিমানেরাও আন্দাজ করতে পারেননি। এদিকে সৌরভকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর দর্শনার প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

দিন কয়েক আগে এক অনুষ্ঠানে ফুচকা খেতে দেখা যায় সৌরভ-দর্শনাকে। সেই ভিডিয়ো রিল আকারে দর্শনা পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। তাতেই ধেয়ে এসেছে মন্তব্য। দর্শনার এক ভক্ত লিখেছিলেন, সৌরভ অত্যন্ত ফালতু ছেলে, তাঁকে যেন দর্শনা কিছুতেই বিয়ে না করেন। সৌরভকে দর্শনার সঙ্গে মানায় না, এমন কথাও লিখেছিলেন সেই অনুরাগী।

এই সব ঘটছে যখন, TV9 বাংলা কথা বলে সৌরভ দাসের সঙ্গে। তাঁর প্রতিক্রিয়া ছিল নির্লিপ্ত। তাঁকে ‘ফালতু লোক’ কিংবা ‘ফালতু ছেলে’ বলা হচ্ছে দেখে বিন্দুবিসর্গ উদ্বেগ প্রকাশ করেননি সৌরভ। বলেছেন, “এখনও পর্যন্ত দর্শনার আমাকে ফালতু লাগেনি বলেই বিয়েটা হচ্ছে আমাদের। যদি লাগে, তা হলে সেই অনুরাগীকে টেক্সট করে বলে দেবে, ‘ঠিকই বলেছিলে ভাই’!”

অনেকসময় তারকাদের জিজ্ঞেস করা হয়, পার্টনারের মধ্যে এমন কী খুঁজলেন তাঁরা, যে সম্পর্কে যেতে রাজি হলেন? সৌরভের সাফ জবাব, “দর্শনার মধ্যে কোনও কিছুই আমি খুঁজিনি। বন্ধুত্ব হয়েছে আর প্রেম হয়েছে। এখন বিয়েটাও হচ্ছে…। কেউ কাউকে ‘ভালবাসি’ কথাটাও বলিনি। জাস্ট হয়ে গেল।”

দর্শনার আগে একাধিক প্রেম এসেছে সৌরভের জীবনে। তবে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে তাঁর প্রেমটা গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। তাঁরা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। দক্ষিণ কলকাতায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন দু’জন মিলে। সাজিয়েছিলেন মনের মতো করে। সেই সম্পর্কটাও ভাঙে। এর নেপথ্যে নাকি রয়েছে তৃতীয় ব্যক্তির আগমন। রটেছিল, অনিন্দিতার সঙ্গে সম্পর্কে কথাকালীন অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে নাকি ‘প্রেম-প্রেম’ খেলা চলছিল সৌরভের। আর সেই কারণেই নাকি অনিন্দিতা-সৌরভের পথ আলাদা হয়ে যায়। কিন্তু এখন সেসব অতীত। দর্শনার সঙ্গে সুখে সংসার করার জন্য দিন গুনছেন সৌরভ।