AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jiya Shankar-Jad Hadid: ‘জাদের স্পর্শ অস্বস্তিকর ছিল’ বিগবসের ঘর থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ জিয়ার

Big Boss OTT 2: এখানেই শেষ নয়, জিয়া আরও জানান, বিগবসে লুকোচুরির কোনও জায়গা নেই। যা মনে হচ্ছে তা প্রকাশ করার মুক্ত প্রাঙ্গন এটি। শুধু জাদই নয়, প্রতিযোগী পূজা ভাটকে নিয়েও মন্তব্য করতে ছাড়েননি জিয়া।

Jiya Shankar-Jad Hadid: 'জাদের স্পর্শ অস্বস্তিকর ছিল' বিগবসের ঘর থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ জিয়ার
জিয়া ও জেদ
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 8:30 PM
Share

শেষ হয়েছে ‘বিগবস ওটিটি ২’, সপ্তাহ ঘুরেছে মাত্র। এরই মাঝে প্রতিযোগী জাদ হাদিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিগবস খ্য়াত জিয়া শঙ্কর। জাদ-এর আচরনে অস্বস্তি বোধ করতেন তিনি, এমনটাই দাবী তাঁর। এ বিষয়ে আর কী বলছেন বিগবস খ্যাত জিয়া?

বিগবসের ঘরে একসঙ্গেই দিন কাটিয়েছেন জিয়া ও জাদ। বাইরে বেরিয়েই প্রতিযোগী জাদকে বিঁধলেন জিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিয়া জানান, জাদের স্পর্শে অস্বস্তিতে ভুগতেন তিনি। তাঁর কথায়, “জাদের ছোঁয়া খুব অস্বস্তিকর ছিল। কিন্তু এটা ওর মুখের উপর বলে উঠতে পারিনি। ভেবেছিলাম হয়তো আমি যেমনটা ভাবছি আদপে তা এমনটা নয়। তবে সত্যি আমার ওর সামনে অস্বস্তি হত।”বিগবসের বাড়ি থেকে অনেককিছু শিখেছেন জিয়া। যার মধ্যে অন্যতম হল সবার সামনে কথা বলা। জিয়া বলেন, “বিগবস আমায় শিখিয়েছে ইচ্ছের বা সম্মতির বিরুদ্ধে কিছু হলেই মুখ খুলতে। নিজের মতামত জানাতে। বিগবসই আমায় শিখিয়েছে মুখোমুখি ব্যক্তিকে সম্নান জানিয়ে নিজের মতামত ব্যক্ত করতে। আমি তাই করছি। আমার যেটা পছন্দ হয়নি সেটাই বলছি।”

এখানেই শেষ নয়, জিয়া আরও জানান, বিগবসে লুকোচুরির কোনও জায়গা নেই। যা মনে হচ্ছে তা প্রকাশ করার মুক্ত প্রাঙ্গন এটি। শুধু জাদই নয়, প্রতিযোগী পূজা ভাটকে নিয়েও মন্তব্য করতে ছাড়েননি জিয়া। জিয়াকে ‘বিষ’ বলেছিলেন পূজা। সেই প্রসঙ্গে জিয়া বলেন, “ওঁর এই আক্রমণগুলো খুবই বিরক্তিকর ছিল। আমি ভয় পাইনি। উল্টে ওঁকে সম্নান দেখিয়েই নিজের অবস্থান নিয়েছি তাও কোনও রকম সীমা লঙ্ঘন না করেই।” এককথায় বলা চলে, বিগবসের ঘরের ঝামেলা শেষ হলেও বাইরে এসেও অব্যাহত কাদা ছোড়াছুড়ি।