Chhorii: নুসরতের গর্ভের সন্তানের উপর অতৃপ্ত আত্মার নজর, কী হতে চলেছে ‘ছোরি’ পার্ট ২-তে?

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মরাঠি ছবি 'লাপাছপি'র হিন্দি সংস্করণ ছোরি। ছোরির প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, বিক্রম মালহোত্রসহ অনেকেই। দ্বিতীয় পর্বেও তাঁরা থাকছেন সকলেই।

Chhorii: নুসরতের গর্ভের সন্তানের উপর অতৃপ্ত আত্মার নজর, কী হতে চলেছে 'ছোরি' পার্ট ২-তে?
আসতে চলেছে ছোরি ২।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 6:00 PM

সন্তান জন্ম দেওয়ার পর কী হবে সাক্ষী ওরফে নুসরত বারুচার? অতৃপ্ত আত্মার প্রতিশোধ স্পৃহা আর সন্তান হারানোর আকুল কান্নার কি হবে পরিসমাপ্তি? নাকি নতুন কোনও রহস্যের জন্ম দেবে অজগাঁয়ে জন্ম নেওয়ার ছোরিরা? এই এত প্রশ্নের উত্তর নিয়েই আসতে চলেছে ছোরি ২। মুখ্য ভূমিকায় এবারেও নুসরত বারুচা।

অ্যামাজন প্রাইমে গত মাসেই মুক্তি পেয়েছিল বিশাল ফুরিয়ার ছবি ছোরি। টানটান রহস্য, আর এক অজ পাড়া গাঁয়ের লুকিয়ে থাকা গভীর রহস্যের আখ্যান শুনিয়েছিল ছবিটি। একদিকে কন্যা সন্তান হত্যার মতো নির্মম কাজ অন্যদিকে নিপীড়িত এক গ্রাম্য বধুর প্রতিশোধের বলেছিল ছোরি। তথাকথিত গা ছমছমে ভূতের ছবি না হয়েও প্রত্যন্ত গ্রামের কিছু নির্মম সত্যির মুখোমুখি দাঁড় করিয়েছিল দর্শককে। একই সঙ্গে রেখে গিয়েছিল কিছু না উত্তর পাওয়া প্রশ্নেরও। সেই সব প্রশ্নেরই জবাব মিলতে চলেছে সিকুয়ালে। তবে সিকুয়ালের জন্য দর্শককে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন। ২০২২ নয় ২০২৩-এই মুক্তি পাবে ওই ছবি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মরাঠি ছবি ‘লাপাছপি’র হিন্দি সংস্করণ ছোরি। ছোরির প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, বিক্রম মালহোত্রসহ অনেকেই। দ্বিতীয় পর্বেও তাঁরা থাকছেন সকলেই। প্রিকুয়ালের মতো সিকুয়ালেও নুসরত ও তাঁর টিম নজর কাড়তে পারেন কিনা সেটাই দেখার।

দেখুন ছোরির ট্রেলার…