Bolly Gossip: ‘ক্যাটরিনার থেকেও সুন্দরী পেলে ফের বিয়ে?’, ভিকি বললেন, ‘আমি তো বাচ্চা…’
Katrina-Vicky: ২০২১-এর ডিসেম্বরে বিয়ে হয়েছিল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। বিবাহিত জীবন এ যাবৎ বেশ ভালই কাটছিল তাঁদের। তবে এবার এক সাংবাদিকের প্রশ্নে কার্যত ঘায়েল ভিকি। সারা আলি খানের সঙ্গে আগামী ছবি 'জারা হটকে জারা বাচকে'-এর সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ভিকি।

২০২১-এর ডিসেম্বরে বিয়ে হয়েছিল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। বিবাহিত জীবন এ যাবৎ বেশ ভালই কাটছিল তাঁদের। তবে এবার এক সাংবাদিকের প্রশ্নে কার্যত ঘায়েল ভিকি। সারা আলি খানের সঙ্গে আগামী ছবি ‘জারা হটকে জারা বাচকে’-এর সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ভিকি। ওই ছবির মূল প্লট বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে। সেখানেই এক সাংবাদিক ভিকিকে প্রশ্ন করেন, “আমাদের দেশে বিয়ে তো জন্ম জন্মের সম্পর্ক। আপনার কি মনে হয় ক্যাটরিনার থেকে ভাল কোন নায়িকা পেলে আপনি কি আবার বিয়ে করে নেবেন?” প্রশ্নটা শুনে সারার মুখ হাঁ হয়ে যায়। খানিক সময় নিয়ে ভিকি বলেন, “এ কী বললেন আপনি। বিকেলে তো বাড়িতেও যেতে হবে আমায়। আমি তো বাচ্চা। আগে বড় হতে দিন। এই প্রশ্নের উত্তর কী দেব আমি?” এখানেই থামেননি তিনি। আবারও কিছুক্ষণ তিনি। এরপর যোগ করেন, “স্যর, আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তের। পরের জন্মেও ওকে ছেড়ে দেব না।”
তাঁদের ভালবাসা যে অটুট, সেই কথাই মনে করিয়ে দিয়েছেন ভিকি। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল। তবে ভিডিয়ো ভাইরাল ভিক্যাট ভক্তরা আবার তোপ দেগেছেন ওই সাংবাদিককে। তাঁদের একটা বড় অংশের মতে, “এই প্রশ্ন নেহাতই অমূলক। এর কোনও ভিত্তি নেই।”
View this post on Instagram
ভিকি কৌশলের সঙ্গে ‘হ্যাপিলি ম্যারেড’ ক্যাটরিনা কাইফ। কীভাবে আলাপ হয়েছিল তাঁর সঙ্গে? ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না। যদিও সম্পর্কের শুরু থেকেই ভয়ানক ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। ক্যাটরিনা ভিকির থেকে কিছুটা বড় ও একই সঙ্গে বেশি প্রতিষ্ঠিত। অনেকেই মনে করেছিলেন এই সম্পর্ক টিকবে না। কিন্তু প্রেম পেরিয়ে তা পৌঁছে গিয়েছে বিয়েতে। সারাটা জীবন একসঙ্গেই কাটাতে চান তাঁরা।





