Ghorer Bioscope Awards 2025: ওয়েব সিরিজে সেরা সহঅভিনেত্রীর পুরস্কার পেলেন পায়েল সরকার
ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া তত্ত্বাবধানে এবং দর্শকদের বাছাইয়ে এবারেও সেরার তালিকা টলিপাড়ার অন্যতম তারকারা। যেমন, ওয়েব সিরিজে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী পায়েল সরকার।

বিনোদুনিয়ার কলাকুশলীদের কাজকে স্বীকৃতি বরাবরই বদ্ধপরিকর টিভি নাইন বাংলার ঘরের বায়োস্কোপ পুরস্কার। এই নিয়ে তৃতীয় বছরে পা রাখলেন বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই পুরস্কার সন্ধে। গত দুবছরের মতোই এবারও নানা বিভাগে সেরার স্বৃকুতি দিল টিভি নাইন বাংলা ঘরের বায়োস্কোপ।
ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া তত্ত্বাবধানে এবং দর্শকদের বাছাইয়ে এবারেও সেরার তালিকা টলিপাড়ার অন্যতম তারকারা। যেমন, ওয়েব সিরিজে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী পায়েল সরকার। ‘কাঁটায় কাঁটায়’ সিরিজে দুরন্ত অভিনয়ের জন্য পায়েল সরকারে হাতে উঠে এল ঘরের বায়োস্কোপের সেরার পুরস্কার। এই লড়াইয়ে পায়েল পিছনে ফেললেন, তুলিকা বসু (দেখেছি তোমাকে শ্রাবণে), ডোনা সাহা (বসন্ত এসে গেছে), ময়না মুখোপাধ্যায় (দেখেছি তোমাকে শ্রাবণে), অমৃতা চট্টোপাধ্যায়দের(ইন্সপেক্টর নলিনীকান্ত টু)।
জিফাইভে মুক্তি পায় কাঁচায় কাঁটায় ওয়েব সিরিজ। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। নারায়ণ সান্যালের লেখা সোনার কাঁটা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। এই সিরিজের পায়েলের অভিনয় ছিল নজরকাড়া। পায়েল ছাড়াও এই সিরিজে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীর মতো অভিনেতারা।
