Ghorer Bioscope Award 2025: সিরিয়ালের পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন চান্দ্রেয়ী ঘোষ
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও গালা সেলিব্রেশনের সঙ্গে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বিজেতাদের হাতে। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।
ছোট পর্দায় পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার ? মনোনয়ন পেয়েছিলেন পাঁচ অভিনেত্রী। তালিকায় ছিলেন–
১. চান্দ্রেয়ী ঘোষ (রাঙামতী তিরন্দাজ)
২. কৌশাম্বী চক্রবর্তী (গৃহপ্রবেশ)
৩. সুরভী মল্লিক (পরিণীতা)
৪. মৌসুমী সাহা (চ্যাটার্জি বাড়ির মেয়েরা)
৫. রিমঝিম মিত্র (ভিডিও বৌমা)
দর্শকদের নির্বাচনে ও বিচারকদের বিচারে এবার পাঁচ অভিনেত্রীর মধ্যে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হলেন চান্দ্রেয়ী ঘোষ। স্টার জলসার ধারাবাহিক রাঙামতী তিরন্দাজ-এ প্রমিতার চরিত্রে অভিনয় করে তিনি সকলের মন জয় করেছেন।
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।
