Ghorer Bioscope Award 2025: ওটিটি-তে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার এবার কার ঝুলিতে?
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার এক অডিটোরিয়ামে। গত কয়েকবছরে ওটিটির জনপ্রিয়তা রমরমিয়ে বেড়েছে। মূল ধারার ছবির পাশাপাশি ওটিটির কাজ নিয়ে বেজায় চর্চা এখন তুঙ্গে। ক্রমে উন্নত হচ্ছে চিত্রনাট্যের মান, বাড়ছে প্রতিযোগিতা। প্রতিটা অভিনেতাই নিজের সেরাটা দিয়ে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বহু অভিনেতা। এবার সেই ওটিটি বিভাগেই সেরা পার্শ্বচরিত্রে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ অভিনেতা। রুদ্ধশ্বাস সেই প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ।
এই বিভাগে TV9 বাংলা ঘরের বায়োস্কোপে মনোনয়ন পেয়েছেন–
বুদ্ধদেব ভট্টাচার্য (দেখেছি তোমাকে শ্রাবণে) সাহেব চট্টোপাধ্যায় (উনিশে এপ্রিল) সোহম চক্রবর্তী (কাঁটায় কাঁটায়) সুব্রত দত্ত (কাঁটায় কাঁটায়) নীল ভট্টাচার্য (মিল্কশেক মার্ডার)
এবার TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫-এ পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা ওটিটি বিভাগে জোড়া বিজেতার নাম উঠে এলো। সাহেব চট্টোপাধ্যায় (উনিশে এপ্রিল) ও নীল ভট্টাচার্য। রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।
